বুক করে চিন চিন
-শামসুন নাহার
♥♥♥♥♥♥♥♥
তোমাকে ভালবাসি বলিনি কোনদিন।
তোমার সাথে সম্পর্ক যদিও নয় অমলিন,
সব সময় দুঃখ ব্যাথা দাও এ মনে
সুখ তো দাওনা,বাজাতে পারোনা কি সুখের বীণ?
সুখ স্বর্গে ভাসতে তোমার সাথে
কত কি যে স্বপ্ন সাজাই।
কেন যে সরে যাও ভুলে থাকো মোরে,তুমি দিন কে দিন।
তোমাকে স্বরন করে জ্বালাই দিপালী।
আমি যে রাতের কৃষ্ণ কলি।
ভ্রমর তো আসেনা,
ফুল হয়ে গৃহ কোণে ফুটি প্রতিদিন!
আমার সুবাস আমার সৌন্দর্যে
তুমি বিমোহিত ছিলেনা কোনদিন।
তবুও আমি তোমাতেই হয়েছি বিলীন,
মিটাতে এই জীবনের ঋণ!
বিমুগ্ধতায় কভু নয়ন জুড়িয়ে গেলে
যখন খুশি করো খেলা, রাত কিংবা দিন।
বৈশাখী খরা নাই তবুও আমি
শুকিয়ে যাই একটু একটু প্রতিদিন।
কেউ যদি বলে অপরূপা তুমি,
চির সবুজ তুলনাহীন!
বিশ্বাস হয়না, তোমার আচরনে মরে
গেছি আমি দিনকে দিন!
ডুমুর নই তো বরষার কদম
আমি বাঁচিনা পানি হীন।
তোমার বুকে থাকতে চেয়ে,
রইলেম প্রেমহীন দিন দিন।
ও বন্ধু আমার,এমনি কি কাটবে সাধের জনম খানি বুক করে চিনচিন!
♥♥♥♥♥♥♥♥
কবি পরিচিতিঃ
শামসুন নাহার (গৃহিনী)। বাবাঃ শামসুদ্দোহা। জন্মস্হানঃ বিক্রমপুর। শিক্ষাগত যোগ্যতাঃ বিএ পাশ।অবসরে লেখালেখি করি। গল্প,কবিতা পড়তে ভাললাগে। গান ও শুনি।