ভাষা সৈনিক
-তামিম আদনান
≅≅≅≅≅≅≅≅≅
ভাষার মিছিলে ভাষা সৈনিক ভাষার তরে যুদ্ধ
শ্লোগানে শ্লোগানে মুখরিত মিছিল অধিকার আদায়ে বিক্ষুব্ধ।
মায়ের ভাষা বাংলা ভাষা রক্তে মিশে আছে
জীবন দিতে প্রস্তুত যুবক অধিকার আদায়ে ক্ষেপেছে।
ভাবনা জুড়ে ভাষার অধিকার কি হবে বেঁচে থেকে!
চলো বন্ধু লড়াই করি প্রস্তুত হও প্রত্যেকে।
অ,আ,ক,খ আমার প্রথম শিক্ষা মুছে দিতে চায়,
কেড়ে নিতে চায় মুখের ভাষা দোসর,দালাল,
পাকিস্তানি হানাদার এ যে ভীষণ অন্যায়!
মিথ্যার আড়ালে সত্যকে ঢেকে রাখা যায় না,
গর্জে উঠে বাংলার দামাল ছেলেরা,লড়াই করে
দোসরদের বিরুদ্ধে, রক্ত দেয়, লালে লাল হয়ে যায় ঢাকার রাজপথ।
প্রাণ দেয় রফিক,শফিক, জব্বার,
আরো অনেকে, খালি হয় মায়ের বুক,
অপেক্ষা করতে করতে বুক ভরা আহাজারি নিয়ে কালের গর্ভে গিয়ে মেলে সন্তান হারা শোক ।
ওরা মুছে দিতে চেয়েছিলো স্বপ্নকে কিন্তু পারিনি,
ওরা কেড়ে নিতে চেয়েছিলো মুখের ভাষাকে কিন্তু পারেনি,
ওরা চেয়েছিলো চাপিয়ে দিতে ওদের ভাষা কিন্তু পারিনি,
আমরা ছিলাম সোচ্চার, ঐক্যবদ্ধ ভাষার অধিকারে।
অক্ষরে অক্ষরে স্মৃতিরা আজও ভালোবাসায় মিশে তারা,
জীবন দিয়ে অধিকার এনেছিল ভাষা সৈনিক ছিলো যারা।
তাদের অবদানে বাংলা ভাষায় কবিতা লিখে যাই আমি,
বাংলা গানে প্রাণ জুড়াই বয়ে যায় সুর ও স্মৃতি।
≅≅≅≅≅≅≅≅≅
কবি পরিচিতি-
তামিম আদনান, প্রধান শিক্ষক, নূর মোহাম্মদ মডেল স্কুল, গ্রামঃ আকছাইল, পোষ্টঃ কলাতিয়া, উপজেলাঃ কেরানীগঞ্জ, জেলাঃ ঢাকা।জন্মঃ ৩০/১২/৮০