আমার অপারগতা
-পপি প্রামানিক
⇔⇔⇔⇔⇔⇔⇔
আমি তোমাকে নিয়ে স্বপ্ন দেখতে চাই!
সহস্র স্বপ্ন বপন করতে চাই মনের অলি-গলিতে।
নিশুতি রাতে চাঁদের আলোয় ভর দিয়ে
রোজ স্বপ্ন সাজাই তোমাকে নিয়ে—–
কিন্তু তোমাকে নিয়ে যে স্বপ্ন সাজাতে চাই;
পারি না তার সবটুকু সাজাতে।
আমি তোমাকে নিয়ে অনেক কিছু লিখতে চাই!
হৃদয়ের পাতায় শব্দের মালা গাঁথি দিবানিশি,
কলমের ডগায় অঝর ধারায় ঝরতে থাকে
আমার লেখা সে শব্দের মালা—–
কিন্তু তোমাকে নিয়ে যা লিখতে চাই;
পারি না তার সবটুকু লিখতে।
আমি তোমাকে নিয়ে অনেক কিছু আঁকতে চাই!
মনের ক্যানভাসে কল্পনার রং তুলিতে
এক মনে এঁকে চলি তোমাকে-
কিন্তু তোমাকে নিয়ে যা আঁকতে চাই;
পারি না তার সবটুকু আঁকতে।
আমি তোমাকে নিয়ে অনেক, অনেক গাইতে চাই!
সুর বাঁধি বাম অলিন্দের সারিন্দায়—-
কিন্তু তোমাকে নিয়ে যা গাইতে চাই;
পারি না তার সবটুকু গাইতে।
আমার অপারগতা থেকে শেষ পর্যন্ত আমি তোমাকে–
অ-নে-ক, অনেক কিছু বলতে চাই!
আমার হৃদয়ের সব কথা তোমাকে বলতেই —–
কথার সাথে কথা সাজাই।
কিন্তু তোমাকে যা বলতে চাই;
পারি না তার সবটুকু বলতে।
⇔⇔⇔⇔⇔⇔⇔
কবি পরিচিতঃ
পপি প্রামানিক, সহকারী শিক্ষক, পিতাঃ আশুতোষ প্রামানিক, মাতাঃ কানন বালা প্রামানিক, স্বামীঃ বিশ্বজিৎ সাহা। সাহিত্য প্রীতি ছোট থেকেই । তবে লেখার অভ্যাসটা সম্প্রতি। লেখা বলতে – মনের কথা সাজিয়ে লিখার চেষ্টা মাত্র। শখের কাজ অনেক কিছুর মধ্যে আবৃত্তি শোনা নিয়মিত হয়। দুটি রাজকন্যা নিয়ে ছোট্ট সুখের নীড়ে অবস্থা করি।