ঝড় ঘরে ও বাইরে
-শিবানী সাহা
≈≈≈≈≈≈≈≈
ঈশান কোণে ঘন কালো মেঘ জমেছে
ধেয়ে আসবে প্রবল কালবৈশাখীর ঝড়,
উড়িয়ে পথের ধুলো বাতাস এলোমেলো
ধরার বুকে উদ্দাম নৃত্য সব লন্ডভন্ড।
গ্রীষ্মের এই প্রবল গরমে তপ্ত শরীর
একটু পাবে শীতল স্পর্শ ক্ষণিক শান্তি।
ঝড়ের পর বিপর্যস্ত হবে চতুর্দিক
ভাঙবে ঘরবাড়ি ডালপালা বৃক্ষ ভূমি তলে।
তবুও তাকে সামাল দেওয়া যাবে ধীরে ধীরে
কিন্তু যদি ঝড় ওঠে মনের আঙিনাতে,
তাকে সামাল দেওয়া বড্ড কঠিন
তছনছ করে দেয় একটা গোটা পরিবারকে।
ভেঙে যায় সম্পর্কগুলো একে একে
দূরত্ব বেড়েই চলে ক্রমে ক্রমে,
তাকে জোড়া দেওয়া বড্ড কঠিন
সংসার ভেঙে যায় থাকে না আগের মত
জীবনের সম্পর্কগুলো কাঁচের মতো
কঠিন আঘাতে ভেঙ্গে হয় টুকরো টুকরো
হৃদয় ভেঙে হয় ক্ষত জোড়া লাগানোর প্রচেষ্টায়
লাগলেও তা হয় না আগের মত।
≈≈≈≈≈≈≈≈
কবি পরিচিতি:-
আমি শিবানী সাহা, আমি একজন সাধারণ গৃহবধু। বর্তমানে হুগলি জেলার কোন্নগরে বাস করি। কবিতা লিখতে ও পড়তে ভালোবাসি। কবিতাই আমার জীবন সাথী।