বানের তোরে ভাসে
-অনিল কুমার পাল
⊂⊃⊂⊃⊂⊃⊂⊃⊂⊃⊂⊃⊂⊃⊂⊃
হট্র বাসি বন্যা ভাসে কষ্ট সীমা নাই,
বন্যা বহে কষ্টে রহে অন্ন নাহি পায়।
কান্না কাটি করে ছেলে মেয়ে ভাসে জলে,
ঘর বাড়ি তোলে গেছে গরু, ভেড়া ঢলে।
কষ্ট দিশে-হারা থাকে ভবে যেন ছাড়া,
মাটি ধ্বসে নষ্ট হলো উঁচু বাড়ি পাড়া।
ধান পাট ক্ষতি হলো সীমা রেখা নাই,
চারি দিকে ওঠে রোল বাঁচা আর্তি চাই।
ক্ষতি মুখে আসে যারা শুষ্ক খাদ্য দাও।
ধনী এসো সবে হাত শক্ত করে নাও
শত শত লোক গেল বানে তোরে ভাসে
ভয় নাই দশে আছি মোরা লোক পাশে
জল সরে গেলে ক্ষণ পূনঃ তৈরি মোরা,
রোগ-শোক কেটে জেগে ওঠো সবে ধরা
⊂⊃⊂⊃⊂⊃⊂⊃⊂⊃⊂⊃⊂⊃⊂⊃
কবি পরিচিতি-
অনিল কুমার পাল পিতা মৃত দ্বিজ পদ পাল মাতা মৃত রেণুবালা পাল। তিনি বাংলাদেশের মাগুরা জেলার অন্তর্গত পুটিয়া গ্রামে 1966 সালের 10 জানুয়ারি জন্মগ্রহণ করেন। তিনি এখন একটি বিশেষায়িত ব্যাংকের অডিটর হিসাবে কর্মরত আছেন। লেখালেখি শুরু পহেলা নভেম্বর 2021।