কবিতা
-বিমান বিশ্বাস
≈≈≈≈≈≈≈≈≈≈
মনে যা আসে তার শোকগাথা লিখে ফেলি।
লোকে বলে সেগুলো নাকি কবিতা হয় না।
ভাবনার অলিগলি ধরে কিছুটা পথ এগিয়ে দেখি শুধুই ধূসর জলছবি!
ভোরের সূর্যের রশ্মির ফোঁটায় কান পেতে শুনি
তারাও গঞ্জনা লিখে যায় আমার মনের সাদা পাতায়।
চেতনার পতাকায় ঢেলে দিই চিন্তার রক্ত,
নিজেকে পুড়িয়ে আনন্দ পাই দুঃখ কুড়িয়ে শোকের দীর্ঘায়ু কামনায়।
রোজ তোমরা ফুল ফোটা দেখো,
ঠোঁটে তোমাদের চুমু খায় বাতাসের ঘ্রাণ।
তাতেই আমার আনন্দ, আমার দৃষ্টি খুশি হয়।
তোমাদের উপহাসেই উত্তর খোঁজে মায়াময় জীবনের প্রথম প্রেম!
চটুল চাউনি গায়ে মেখেই রাস্তা বানাই হৃদয়ের বারান্দায়।
ভাবনার মানচিত্রে যে ক্যানভাস আঁকে সে তোমাদের ঈশ্বর,আমার নয়।
ব্যথাকে আপন করে যা শিখেছি, বুঝেছি কিছুই চাইতে নেই কবিতার কাছে।
তবু কষ্ট বুকে চেপে আনন্দের কল্পনা চিরে ক্লান্ত চিন্তা নিয়ে
রাতের আঁধারে শুয়ে তাকে নিয়েই কাটাকুটি খেলি।
≈≈≈≈≈≈≈≈≈≈
কবি পরিচিতি-
বিমান বিশ্বাস।থাকি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তর চব্বিশ পরগনা জেলার ব্যারাকপুর মহকুমায় অন্তর্গত সোদপুরের নাটাগড়ে। লেখালিখি সম্পর্কে কিছু বলার নেই। মনের তাগিদে অধরা ইচ্ছেকে বাঁধতে চেষ্টা করা শুধু।হয় না কিছুই শুধুই ছেলেমানুষী।