আমার ঠিকানা

-প্রদীপ কুমার মাইতি

≅≅≅≅≅≅≅≅≅≅≅≅≅

আমাকে পেছনে ফিরতে বলোনা।

আমি সামনের দিকে এগিয়ে যেতে চাই।

আমার পেছনে আছে বিশ্বাস হীন ভালোবাসা।

ও আমাকে ছুঁতে চায়।

আমি চাইনা ঐ বিশ্বাস হীন ভালোবাসার সাক্ষী হতে।

আমি চাইনা পিছনে ফিরে যেতে।

আমি এগিয়ে যেতে চাই অনায়াসে মানুষকে ভালোবাসতে।

যেখানে সম্পর্কের ভিত থাকবে, মা-বোনের সম্ভ্রম গচ্ছিত থাকবে,

রাতের আঁধার নিরাপদ থাকবে,শ্রমিকের অধিকার থাকবে,

ভাইয়ে ভাইয়ে বিবাদ থাকবে,বিবাদের সমাধান থাকবে,

হায়েনার বিচরন থাকবে,দাঁতে রক্ত থাকবে,

মুখে জালতি থাকবে,বেকারের স্বপ্ন থাকবে

অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ থাকবে,

সব আছে।সবইতো পাওয়া যায়।

আপনি সব পেয়ে যাবেন বাজারের নিলাম দরে।

তাই পেছনে ফিরে যেতে চাই না।

যেখানে পেছনের অন্ধকারে অসহায় ধোঁয়াশা মাখা চোখ গুলো বেঁচে থাকে এক দুঃস্বপ্নের ঠিকানায়।

সে ঠিকানা আমার নয়।

আমার ঠিকানায় নেই কোন আতঙ্ক,

নেই কোন ভয়।

≅≅≅≅≅≅≅≅≅≅≅≅≅

‌কবি পরিচিতি-

আমি পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলার অন্তর্গত খেজুরী থানর গ্রাম কামদেবনগর পোস্ট কলাগেছিয়া এর বাসিন্দা। একটা সময়ে কবিতা লিখতাম। কবিতাকে ভালো বাসতাম। বিভিন্ন ঘাত প্রতিঘাতে ধারাবাহিকতা ধরে রাখতে পারিনি। অভাবের তাড়নায় কলেজের গন্ডিও পেরোতে পারিনি। প্রচণ্ড দারিদ্র্যতার মধ্যে উচ্চমাধ্যমিক পাস করেছি।আজ জীবন অবসরে অতীত অভ্যাসকে সঙ্গী করে আবার লেখা শুরু করেছি। মনের মাঝে লুকিয়ে রাখা কষ্ট দুঃখ কান্না ব্যাথা গাঁথা স্মৃতিময় কথা গুলোকে নিজের মত করে লিখি মাত্র।হয়তো আমার লেখাতে কোন গভীরতা নেই,ঝর্নার মতকোন গতিও নেই,নেই কোন ছন্দমিল অন্তমিল। তবুও আজ লিখতে বড় ভালোলাগে। অনলাইন পত্রপত্রিকায় টুকটাক লেখালেখি করি।শোষনহীন সমাজের স্বপ্ন দেখি।

 

 

 

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*