স্মৃতির অঙ্কন
-অশোক কুমার পাইক
∞∞∞∞∞∞∞∞
জীর্ণ জীবনে, শীর্ণ কায়াতে মৃদু মন্দ আলোকে
স্বপ্ন সমাহারে অপূর্ব প্রেম সম্মুখে ভাসে ঝলকে ;
নগ্ন আলোকে যেমন পেরেছি তেমন যে এঁকেছি
দেখেও তুমি বলতে পারো, কী নিদর্শন রেখেছি l
গলিত সূর্যশিখা গলে গলে যেমন তেজদীপ্ত হয়
সূক্ষ্ম তুলির রঙ ঝরে ঝরে ছবিতে হয়েছে ক্ষয়,
অপূর্ব নয়ন, তীক্ষ্ণ দৃষ্টি, ক্ষীণ অস্পষ্ট আলোকে
তোমার অবয়ব প্রতিবিম্ব, নির্জনে আঁকি পলকে l
সেই যে লাবণ্যময়ী মুগ্ধ রূপ, কালো কুন্তল রাশি,
হরিণ নয়না প্রেমের ঈশারা,লাজুক মুখেতে হাসি ;
গলায় শোভিত চিকন হারে, কোন সে রাজেশ্বরী
হাতের কঙ্কন, কর্ণের দুলে, ডুরেল শাড়িতে পরী l
সেই হলুদবরণ কোমল ত্বকে প্রেম মোহিত গন্ধে
যৌবনের ঐ রঙ আঙিনায়, এ মন হারায় ছন্দে,
সেই যে প্রাণ ভরানো হাসি, সেই যে মিষ্টি কথন —
আমার তুলির হৃদয়জুড়ে থাকত প্রেমের যতন l
যতবার এঁকে চলি ততবার এক চকিত আশঙ্কা
বিদ্রুপ করে পশ্চাতে আমার শুনি অশনি ডঙ্কা,
মহা বিচ্ছেদের মন্ত্রধ্বনি কর্ণমূলেতে গুঞ্জন করে
তখনও ভাবিনি চক্ষু রাঙানি অঙ্কনে বাধা পড়ে l
তবুও রক্তিমরাগে ভালোবাসার প্রেম চিহ্ন আঁকি,
সম্মুখ সমরে কখনো হবে না যুদ্ধ দগ্ধতা যে ঢাকি,
শক্ত পিঞ্জরে বন্দী আজ ভবিষ্যতে নেই উন্মাদনা
অতীত যে স্মরি প্রেমে, বর্তমানে নিঃসঙ্গ বেদনা l
অনেক পেয়েছি প্রবঞ্চনা, আমার মুখরা এ তুলি
তাই এ হাত থেকে খসে না কখনো জীর্ণতা ভুলি,
প্রভাত সূর্যসনে পুষ্প গন্ধে অলিদের আনাগোনা
স্মৃতির পাতাতে বিভোর সদা প্রেমের জাল বোনা l
আমার রাত্রি কাটে দুর্দমনীয় আত্মিক অহংকারে,
সৌধ স্মৃতির কল্পনাতে মুহ্যমান প্রাণসঞ্চার বাড়ে,
হৃদয়ের প্রস্ফুটিত সুগন্ধ ফুল রঙিন রঙেতে ঝরে
সূক্ষ্ম তুলির টানে তোমার ছবি আঁকি নির্জন ঘরে l
∞∞∞∞∞∞∞∞
লেখক পরিচিতি :
কবি অশোক কুমার পাইক, জন্ম তারিখ ১১ আগস্ট ১৯৬৬ সালে l পিতা স্বর্গীয় যামিনী কান্ত পাইক, মাতা স্বর্গীয়া কিরণ বালা দেবীর কনিষ্ঠ পুত্র l পৈতৃক নিবাস পশ্চিমবঙ্গ রাজ্যের, দক্ষিণ ২৪ পরগনা জেলার অন্তর্গত মন্দিরবাজার থানা ও ব্লকের অধীন ধোপাহাট গ্রামে জন্মগ্রহণ করেন l
শিক্ষাগত যোগ্যতা কলিকাতা বিশ্ব বিদ্যালয় হইতে স্নাতক, কলা বিভাগ l আশির দশক হইতে অদ্যাবধি সমাজসেবার কাজে নিযুক্ত এবং ধোপাহাট মিলন সংঘ নামে একটি সমাজসেবী ও গ্রামোন্নয়ণ প্রতিষ্ঠানের সঙ্গে নিবিড়ভাবে যুক্ত l বর্তমানে উক্ত প্রতিষ্ঠানের সাধারণ সম্পাদক ও চিপ ফাঙ্কশনারি l বর্তমানে কৃষ্ণপুর উচ্চ বিদ্যালয়ের মানেজিং কমিটির শিক্ষানুরাগী সদস্য l কবির রচিত নাটক মুসাফির, পল্লীজননী, দেবতার সমাধি, ভগবান কাঁদছে প্রভৃতি l বিভিন্ন পত্রপত্রিকায় তার লেখা প্রকাশিত হয়েছে

