সময় স্রোতে -আবুল হাসমত আলী ∞∞∞∞∞∞∞∞∞∞ অস্পষ্ট মেঘ দিচ্ছে ঢেকে তোমার সৌন্দর্যকে, চারিদিকে মলিনতা রূপ নেই কোন দিকে। কিন্তু আমি পুলকিত হয়ে চেয়ে দেখি, তোমার মধ্যে অগ্নি ফুল্কি, এখন তার ছাই বাকি। সেই গৌরবময় দিন সমাপ্ত, এখন মলিনতা, তবু সেথা বিদ্যমান সেই অতীত স্মৃতি কথা। মন তাই ফিরে ফিরে দেখে অতীতের দিনগুলি, মধুমাখা সোনা ঝরা […]