বিদ্যার সাগর তুমি -তনুশ্রী বসু (পাত্র) ∼∼∼∼∼∼∼∼∼∼ বিদ্যার সাগর তুমি বিখ্যাত ভুবনে সারা বিশ্ব সংসার এই নামে চেনে, ভক্তিভরে তোমাকেই সম্মান মননে অক্ষর জ্ঞান হয়েছে সব জনগনে। বিধবা বিবাহ নারী শিক্ষা জাগরণে, তোমারই অবদান শয়নে স্বপনে, সম্মান করে নারীরা সদা মনেমনে, চোখ থাকতে অন্ধই আপন নয়নে। সমাজের সংস্কার তুমিই করেছ, বিধবা বিবাহ প্রচলন করেই তিনি, […]