আলোর দিশারী -অসিত ঘোষ ∞∞∞∞∞∞∞∞∞ তুমি জ্ঞানের আলো, তুমি জ্ঞানের প্রদীপ, তুমি জ্ঞানের সাগর, তুমি জ্ঞানের দ্বীপ। তুমি জ্ঞানের প্রদীপ শিখাও আমাদের, আলোয় ভরে দাও আমাদের হৃদয়ের প্রান্তর। তুমি গুরু, তুমি আমাদের প্রেরণা, তুমি আমাদের পথে চালক, তুমি আমাদের চেতনা। তুমি আমাদের পথ দেখাও, তুমি আমাদের পথ খুলে দাও, তুমি আমাদের জীবন গড়ো, তুমি আমাদের […]