কবিতার পাতা ডট কম
February 20, 2025
একুশে ফেব্রুয়ারি -শান্তি দাস ∞∞∞∞∞∞∞∞∞ একুশে ফেব্রুয়ারি মানে জড়িয়ে কত স্মৃতি মোদের গাঁথা, বাহান্নর ভাষা আন্দোলনের ইতিহাস পাতায় পাতায় । কত শত ভাষা যোদ্ধা লড়াই করেছে দিয়েছে প্রাণ, সৌভাগ্যে পেয়েছি বর্ণমালার দান অন্তরের ভাবনায়। বাংলা আমার মাতৃভাষা বাংলা আমার প্রাণের স্পন্দন, এই ভাষাতেই বলবো কথা আমার জন্মগত অধিকার । একুশ মানেই একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা […]