প্রকৃতির মহিমা -অশোক কুমার পাইক ≈≈≈≈≈≈≈≈≈≈ প্রকৃতি তার আপন খেয়ালে চলে কখনো রৌদ্র, ছায়া, মেঘ ও বৃষ্টি, কোথাও সাদা কালো নির্জনতায় আলো আঁধারে ঢাকা অপূর্ব সৃষ্টি l কোথাও শীত, গ্রীষ্ম, বর্ষা, বিরাজ কখনো শান্ত, অশান্ত, ভৈরব নৃত্য, আপন ভাণ্ডারে সজ্জিত সৃষ্টি সারি তারই মহিমা প্রকাশে সাহসী কৃত্য l প্রকৃতির দয়ার দানেতে সাগর নদী বিস্তীর্ণ জলাভূমি […]