কথার একুশ -মীর সেকান্দার আলী খোকা ♦♦♦♦♦♦♦♦♦♦ ক-দিয়ে শুরু করেছি কথা, কথায় কথায় এসেছে কথা। এসেছে একুশ মন-মঞ্জিলে, রাখেনি ধরে কৃপণের মতো মন-মঞ্জিলে একুশের সেই ভাষা। দিয়েছি ছড়িয়ে বিশ্বময়,ছড়িয়ে দিয়েছি উন্মুক্ত মাঠে, আকাশের নীল-নীলিমায়। এই মঞ্জিলে ঘুমিয়ে আছে ভাষা প্রিয়, প্রিয় ভাসি, যত কোমল হৃদয়। এই মঞ্জিলেই ঘুমিয়ে আছে শহীদ মুক্তিযোদ্ধা, ঘুমিয়ে আছে বাংলার ভাষা […]