https://web.facebook.com/rojgarbd/videos/248648639999377

ফিরিয়ে দাও নির্মলতা

রচনা ও আবৃত্তি- মোঃ জাকির হোসেন

 

থমকে গেছে পৃথিবী,

থেমে গেছে লক্ষ কোটি জনতার পদধ্বনি,

যা তোমার বুকে আওয়াজ তুলে হেসে খেলে

পার করেছে তাদের প্রতিটি মহূর্ত।

আজ সেই পদধ্বণি স্মিতাকারে ম্রিয় থেকে ম্রিয়মান হতে হতে

চাপা কান্নার শুধুই গোঙানির আওয়াজ।

নির্বাক মানুষের অক্ষি গোলকে নেই চোখের জল

যেন সাহারার মরুভূমি।

হে পৃথিবী, আমরা মানছি, অকপটে স্বীকার করছি।

চরম নির্যাতন আর নির্মমতার চাবুক,

তোমার পৃষ্টে আঘাতে আঘাতে করেছি ক্ষত বিক্ষত।

তোমার প্রকৃতিকে তোমার চাওয়া অনুসারে চলতে

আমরা বাধা দিয়েছি।

সবুজকে করেছি নিদারুন উপহাস,

সমুদ্র গর্ভে চালিয়েছি যুদ্ধের উন্মাদনার উন্মাদ পরিক্ষা।

তোমার নিস্পাপ বাতাসকে করেছি বিষাক্ত জেনে শুনেই।

হে পৃথিবী তুমি তো ছিলে সাম্যের,

তুমি তো ছিলে ঐক্যের,

তুমি তো ছিলে মানবিক।

তুমি তো ছিলে নবজাতকের হেসে খেলে বেড়াবার উঠোন।

তবে কেন আজ তোমার বুক জুড়ে শুধুই কান্নার আওয়াজ

তবে কেন সারি সারি কফিনে মোড়ানো শব দেহ।

হা তুমি ঠিকই করেছো তোমার দেয়ালে ঠেকা পিঠ ,

তুমি অগ্রসর হবেই।

তোমার শক্তির পরিক্ষা তুমি তো চালাবেই।

তাবৎ পৃথিবীর নিয়ন্ত্রকেরা আজ এক সুরে কথা বলছে।

এ যেন সাম্যের এক মহা কাব্য রচিত করে ফেললে।

হে পৃথিবী অনেক অনেক নিয়েছো প্রতিশোধ।

এবার থামাও তোমার অগ্নি পদযাত্রা।

তোমার বুকে যারা বাস করে তারা আজ দিশেহারা

তারা আজ করজোড়ে তোমার কাছে অনুগ্রাহী।

ক্ষমা করো, ক্ষমা করো, ক্ষমা করো পৃথিবীর সকল প্রাণকে।

ফিরিয়ে দাও নির্মলতা

ফিরিয়ে দাও প্রাণ চাঞ্চলে ভরা সকল ভূখন্ড।।

 

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*