শামুকের মৃত্তিকায়

কলমে : কাজী সেলিনা মমতাজ শেলী

তারিখ : ০৭/০৪/২০২১

 

সুন্দর ফুল জন্ম নিলো ছোট্ট শামুকের মৃত্তিকায়,       

মালঞ্চ, বেণুকার সুর বেজেছে যেন ভাটি বেলায়।

অনুরাগ ভালোবাসা ফুল তরঙ্গ ঢেউ শামুকের আঙ্গিনায়,

মঞ্জরিত মুকুল এসেছে ফুলের ঐ মঞ্চে সাজ সজ্জায়।

এ যেন মায়া কানন জাদু বলে রচিল মনে উপবন,

মনোহর মাঘী পূর্ণিমার হাসি যেন ভরে শামুকের মন।

অপার সৌন্দর্যের সীমা নেই এই ধরণীর ধরায়,

মৃদুতা কোমলতা কি সুন্দর ফুল শামুকের হৃদয়।

মোহ ঘোর অন্ধকার জ্যোতির্ময় দীপ্তিময় ফুল,

বলছে শামুকের মনে এসে ফুল করিনি যেনো কোন ভুল।

আলাপন কথোপকথন উচ্ছ্বাস যেন ভাবের প্রকাশ,

অবগাহন নির্ভেজাল অভিলাষে চায় বিজন বাতাস।

 

কবি পরিচিতি:

আমি কাজী সেলিনা মমতাজ শেলী,একজন গৃহিনী,কবিতা লেখালেখি ছোটবেলা থেকেই।

আমার স্বামী শেখ আব্দুস সবুরের আইডিতে কবিতা লিখি। নিজের ছবি দিতে আপত্তি তাই স্বামীর ছবিই দিলাম।

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*