জাগরণের ছড়া

– অঞ্জনা গিরি

⇔⇔⇔⇔⇔⇔⇔

কবি,অনেক তো হল তোমার ছড়া লেখালিখি,

এতকাল অনেক তো ঘুমোলো খোকাখুকি,

অনেক তো ভরিয়েছো গ্রন্থাগার,

ছড়া বইতে হল ঢের ব্যাগ ভার স্কুল পড়ুয়ার।

ঘুম পাড়ানি ছড়ার ছন্দে,

শিশুর সাথে আজো কত বাবা মা ও ঘুমোলো সানন্দে।

ঘুমোলো কত দাদু ঠাম্মি,ঘুমোলো কত গুরুদেব,

বাড়ি থেকে পাঠশালা একে একে হল যে ঘুমের দেশ।

এবার আর একটা ছড়া লেখো কবি,

যে ছড়াতে না ঘুমিয়ে এবার জাগবে আমার জাতির নবী।

যে ছড়াতে না শুয়ে থেকে শিশু,এবার দেবে হামাগুড়ি,

কবি,তুমি একটা অন্য ছড়া লেখো এবার,

যে ছড়াতে আমাদের “জেগেঘুম” ভাঙবে সবার।

ঝিমুনি নয়,শিহরণ নয়,নয়তো আর তন্দ্রা,

তোমার নতুন ছড়ার প্রতিটি পংক্তিতে থাকুক শুধুই জাগরণের বার্তা।

নাদেখেই তো বলেছে খোকা মাসিপিসির কত ঘুমপাড়ানী ছড়া,

এবার বোধ জাগানী ছড়া কিছু দেখেই নাহয় বলুক খোকা।

দোহায় তোমার কবি,এবার একটা অন্য ছড়া লেখো তুমি,

যে ছড়াতে না ঘুমিয়ে জাগবে এবার খোকাখুকি।

⇔⇔⇔⇔⇔⇔⇔

কবি পরিচিতি-

জন্ম পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলার রামনগর থানার অন্তর্গত সমুদ্র উপকূলবর্তী কৃষ্ণপুর গ্রামে। বর্তমানে কলকাতা শহরের বাসিন্দা। পিতা দর্পনারায়ণ গিরি , মাতা বিন্দুবাসিনী দেবী। তারকেশ্বর বিবেকানন্দ পল্লী সেবা কেন্দ্র থেকে ডিপ্লোমা নার্সিং এ উত্তীর্ণ হয়ে শিশুমঙ্গল হাসপাতাল , কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে বিভিন্ন সময়ে দক্ষতার সহিত কাজ করেছেন।SSKM (পিজি) হাসপাতাল থেকে B.Scনার্সিং কৃতিত্বের সঙ্গে পাশ করেছেন। এছাড়া কবি অঞ্জনা গিরি সরকারি চাকরির পাশাপাশি নিভৃতে সাহিত্য ও সংস্কৃতি চর্চা করেন। রাত্রির নির্জনতায় বাংলা সাহিত্যের সাথে তার নিঃশব্দ বিতরণ। সাহিত্য কল্পলতা বটে, কিন্তু কবি অঞ্জনা গিরির সাহিত্য অভিজ্ঞতার আলোয় বাঙময়। তিনি লিখেছেন বহু গল্প কবিতা। প্রকাশিত হয়েছে বিভিন্ন পত্র-পত্রিকায়। সাহিত্যকৃতির জন্য পেয়েছেন বেশ কয়েকটি পুরস্কার। পিতামাতা এবং পরিবারের সকলের প্রতি যেমন কবি অঞ্জনা গিরির শ্রদ্ধা ভালবাসা তেমনি লেখালেখির প্রতিও মেয়েবেলা থেকেই প্রাণের টান। প্রচারের অন্তরালে থেকে জীবনের প্রতিটি মুহূর্তই যিনি শব্দ স্নানে বদ্ধপরিকর তিনি কবি অঞ্জনা গিরি। তিনি সাদা কাগজে শব্দ দিয়ে গেঁথেছেন বহু মালা। লেখালেখির মধ্যেই কাটছে তাঁর প্রতিটি মুহূর্ত। সেই ফলশ্রুতি হিসেবে কবি অঞ্জনা গিরি আবৃত্তিকার রূপে বিভিন্ন কবি সম্মেলনে নিজেকে যুক্ত রেখেছেন। এবং কলকাতা সহ ভারত ও বাংলাদেশের বহু সাহিত্য সম্মেলনে আমন্ত্রিত হয়েছেন। প্রথম কাব্যগ্রন্থ “দ্বীপ জ্বেলে যাই”

1 thought on “জাগরণের ছড়া – অঞ্জনা গিরি

  1. আপনার লেখা ‘জাগরণের ছড়া’ খুব ভালো লাগল। কবি অঞ্জনা গিরিকে জানাই আন্তরিক শুভ কামনা। ‘শিশু আর না ঘুমিয়ে জেগে উঠুক..’ বিবেকের সাড়ায়।
    💙❤শুভেচ্ছান্তে❤💙
    দীপু রায়

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*