দেশের মাটি

কলমে : কাজী সেলিনা মমতাজ শেলী

তারিখ : ০৮/০৪/২০২১
সাদা কালো জীবন ছিল তো ভাল হয়তো ছিল খাঁটি,
রঙিন জীবন চাইতে যেয়ে হারালাম দেশের মাটি।
কৃষ্ণচূড়ার রঙিন স্বপ্ন ছুঁইতে বিদেশ দিলাম পাড়ি,
ক্লান্ত বিষণ্ণ কণ্ঠে বলি, ফেরা হলো না আর বাড়ি।
দেশের মাটি যে এত ভালো ছিল বুঝিনি তো আগে,
দেশের ভালোবাসা হারালাম মিছে অনুরাগে।
বসন্ত কাঁদে হৃদয়ে কেমনে বলি, সে অভিমান তোমারে,
রহস্যময় তন্দ্রাচ্ছন্ন আঁধার ধীরে ধীরে ছুঁয়েছে আমারে।
মলয় মাখা বাতাস আর বসন্ত খোঁজ করতে পারিনা,
দেশের মাটি ছাড়া কোথাও আর সান্ত্বনা মেলে না।
বসন্তের নামে আসে সন্ধ্যায় নীড়ে ফেরারি বৈরী বাতাস,
দেশের মাটির বুকে গাছের ছায়ায় বসে দেখতে চাই আকাশ।

কবি পরিচিতি:

আমি কাজী সেলিনা মমতাজ শেলী,একজন গৃহিনী,কবিতা লেখালেখি ছোটবেলা থেকেই।

আমার স্বামী শেখ আব্দুস সবুরের আইডিতে কবিতা লিখি। নিজের ছবি দিতে আপত্তি তাই স্বামীর ছবিই দিলাম।

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*