মুখচ্ছবি —————–
কলমে : তৌহিদা জাহান লিপি
তাং – ০৮/০৪/২০২১ //
যদি আর একবার দেখা
হয়ে যায় দু’জনের ———-
তবে তোমায় মন ভরে দেখবো
তোমার চোখে রাখবো চোখ,
মনে করার চেষ্টা করবো পুরোনো গল্পের কাহিনীগুলো !!
সেদিন আমি পুনরায় মনে করার চেষ্টা করবো আমার ফেলে আসা ভুলগুলি !! “
যদি আর একবার দেখা
হয়েই যায় আমাদের ————
তবে হারিয়ে যাবো বিস্মৃতির অতল গভীরে ————— ! “””
লিখে যাবো সুনীলের ‘কেউ কথা রাখেনির’ মত আরো একটি কাব্যগ্রন্থ !! “
সেখানে ১০৮টি
নীলপদ্ম হাতে নিয়ে তোমায় উৎসর্গ করে লিখবো এক অমর প্রেমের কাহিনী ——-“‘
অথবা রবিঠাকুরের সেই কুসুমিত তরুতলে অশোক তোলার ছলে, জোয়ারের বেলা
সাংগ করে তোমার সাথে খেলবো তরংগের খেলা ———— “”””
যদি আর একবার তোমার দেখা পাই, তবে ব্যাথা ভরা অন্তরে তোমার সামনে আর
দাঁড়াবোনা ————! “”
ভালোবাসার গোধূলিলগ্নে তোমায় দেখার চেষ্টা করবো ।।
সেদিন তোমায় দাঁড় করাবো ভালোবাসার কাঠগড়ায় ! “
আর অজস্র প্রশ্ন নিয়ে তোমার সামনে দাঁড়াবো ——-
দেখবো সেদিন, আমার সেই চিরচেনা মুখচ্ছবি তোমার
মানসপটে ভেসে উঠে কিনা ??
যদি আর একবার তোমার দেখা পাই ——— “”
_____ কবি পরিচিতি ____
*****************
আমি তৌহিদা জাহান লিপি
একটি বেসরকারি কলেজে
কর্মরত আছি।। শখের বশে কবিতা লিখতে গিয়ে কখন যে
কবিতার পাতা পরিবারকে
ভালোবেসে ফেলেছি জানিনা।।
চমৎকার একটি পরিবার আমাদের এই কবিতার পাতা পরিবার।
বর্তমানে আমি এই পরিবারটির
এডমিন প্যানেলে মডারেটর হিসাবে যুক্ত।। সকল সদস্য ও
শুভানুধ্যায়ীদের অসংখ্য শুভেচ্ছা ও ধন্যবাদ।।