মন কেমনের কথকতা

-গৌর গোপাল পাল

♥♥♥♥♥♥♥

বল দেখি তুই সঠিক করে কি আছে তোর মনে!

কোন্ সোহাগে দু’হাতে তোর

জড়িয়ে ধরে করিস আদর

কার আবেশে হই যে বিভোর বুঝি না সেইক্ষণে!!

যখন আমি একলা থাকি মনের মাঝে তুই!

কি যেন সব নানান কথা

ভীড় ক’রে মন বাড়ায় ব্যথা

ভাঙাস যখন নিরবতা কোথায় তখন থুই!!

ছোট বেলার সাথী ছিলিস খেলতাম একসাথে!

তখন কি মন করতো এমন

ছিলিস নাতো এতো আপন

তোর তরে মন কাঁদে এখন শুধুই দিনে-রাতে!!

জানি না মন তোরই তরে উদাস কেন হয়!

তোকে ছাড়া রই কেমনে ঘরে

তোর বিহনে পরাণ কেঁদে মরে

কেমন করে বোঝায় তোরে বলতে যে পাই ভয়!!

আমার মতো তোরও কি মন কাঁদে অহর্নিশ!

আমার কথা সদাই পড়ে মনে

দেখতে চেয়ে তখন সঙ্গোপনে

আমায় চেয়ে আড় নয়নে মনের ব্যথা ভুলিস!!

♥♥♥♥♥♥♥

কবি পরিচিতি-

গৌর গোপাল পাল/ গোটা কুড়ি প্রথম শ্রেণীর দৈনিকসহ সাপ্তাহিক, পাক্ষিক, মাসিক লিটিলম্যাগ মিলিয়ে পাঁচ শতাধিক পত্র পত্রিকায় লেখা প্রকাশিত হয়েছে । অল ইণ্ডিয়া রেডিও কলকাতা কেন্দ্রের অনুমোদিত গীতিকার। আকাশবাণী শান্তিনিকেতন থেকে যেমন কথিকা পাঠে অংশ নিয়েছি তেমনি বহরমপুর মুর্শিদাবাদ কেন্দ্র থেকেও স্বরচিত কবিতা পাঠ করেছি। বেতার / দূরদর্শন মিলিয়ে ৬০/৭০জন শিল্পী গান করেছেন। এছাড়া ভারত সরকারের সংঙ্গীত ও নাটক বিভাগ এবং রাজ্য সরকারের তথ্য ও সংস্কৃতি দপ্তরের গান লেখার সুবাদে ৫/৭ শো শিল্পী আমার লেখা গানে কণ্ঠ দিয়েছেন। দৈনিক আনন্দবাজার, বর্তমান, প্রতিদিন, একদিন, আজকাল, গণশক্তি, সংবাদ, কলম, আজ বিকাশ, দিনদর্পণ, মিলিয়ে ২০/২২টি দৈনিকের পাশাপাশি দ্য সানডে ইণ্ডিয়ান, ইণ্ডিয়া টুডে, কিশোর ভারতী, উৎসব, উদ্বোধন, শুকতারা,নবকল্লোল, প্রসাদ, তথ্যকেন্দ্র,ভ্রমণ, কম্পিউটার ডট কম, সানন্দা, আনন্দলোক, আজকাল খেলা, উনিশ কুড়ি, এই সময়, সুখী গৃহকোণ, এমনতর কয়েক শো পত্র-পত্রিকাতো রয়েইছে। এইচ.এম.ভি. সাউণ্ড উইং, গাঁথানি, কিরণ, এস.টি.এম, হিন্দুস্থান রেকর্ড, চয়েস প্রভৃতি মিলিয়ে ১৫/২০টি কোম্পানি থেকেও গান রেকর্ড হয়েছে বহু শিল্পীর কণ্ঠ থেকে। আমার লেখা গানে কণ্ঠ দিয়েছেন – স্বপ্না চক্রবর্তী, সনজিৎ মণ্ডল. কার্ত্তিক দাস বাউল, নিখিল ঘোষ, নাজমুল হক, শ্রীকুমার চট্টপাধ্যায়,প্রদীপ্ত শঙ্কর মুখোপাধ্যায়, জগন্নাথ মুখোপাধ্যায়ের মতো প্রথিতযশা শিল্পীরা। ছোট বড় মিলিয়ে পাঁচখানি গ্রন্থও রয়েছে।

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*