দাম্ভিকতায় ঘটে মরণ

-পার্থ গোস্বামী

⊗⊗⊗⊗⊗⊗⊗

টাকার পিছনে ছুটতে গিয়ে

ফেলে এলাম সুখ,,

হয়েছি অনেক টাকার মালিক

তবুও সাথে রয় দুখ!!

অর্থেই রয়েছে সর্বসুখ সেদিন

ভেবেছিলাম আমি,,

আজ ভাবনা সব এলোমেলো

সাথ দিলে না তুমি!!

ফিরে এসো, ফিরে যাবো

নেবো মুক্তির শ্বাস,,

টাকার গুমোট গরমে আর

ঘটবে না সর্বনাশ।।

সর্বনাশা টাকার পাহাড়ে

শ্বাস প্রশ্বাসে পাই কষ্ট,,

অর্থের দম্ভের কাছে আজ

ভালোবাসার সম্পর্ক নষ্ট!!

অর্থের দম্ভে সব শেষ

পড়ে রয় জীবন,,

দিনের শেষে রাত্রি নামলেও

ঘটে ভালোবাসার মরণ।।

টাকা চাইনা আমি আর

ভালোবাসা খুঁজি তাই,,

সেকালের সুখ-দুখের সাথী

প্রিয়কেই মন চাই।।

⊗⊗⊗⊗⊗⊗⊗

কবি পরিচিতি-

পার্থ গোস্বামী, পিতার নাম-উৎপল গোস্বামী ,মাতার নাম-লক্ষী গোস্বামী, খালগ্ৰাম, থানা-তালডাংরা, জেলা-বাঁকুড়া । কবি পঞ্চায়েত ডিপার্টমেন্টে গ্ৰামীন সম্পদ কর্মী হিসেবে কর্মরত রয়েছেন।এছাড়াও আরও উচ্চ পর্যায়ে চাকরির জন্য এই মুহূর্তে বিভিন্ন ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণ করছেন। তিনি সাহিত্যের জগতে বিভিন্ন ধরনের প্রতিযোগিতায় অংশগ্ৰহন করেছেন এবং অনেক সম্মাননা পেয়েছেন।ম্যাগাজিনেও বিভিন্ন ধরনের লেখা প্রকাশ পেয়েছে। এছাড়াও বিভিন্ন প্রকাশনী সংস্থা ও পত্রিকার সহিত কথা হয়েছে খুব শীঘ্রই উনার লেখা বই-এ স্থান করে নিবে।এই বিষয়ে তিনি আশাবাদী।কবির সাহিত্যের আঙিনায় আরও বৃহত্তর পরিসরে কাজ করার ইচ্ছেও রয়েছে।।

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*