জটিল ভাবনা

লিখেছেন :এ, এম,নজরুল ইসলাম শাহজাদা

 

কবির দলে কবিতা বলে ছবির লোকে হাসে

পানি ছাড়া দেখে তারা পদ্মলোকে ভাসে

চাষার দলে বিষ্ময়ে বলে বিমান কিভাবে উড়ে?

পাখনা ছাড়া চন্দ্র-তারা বেড়ায় এ বিশ্ব জুড়ে

একটি বীজের ভিতর নিজের গোপন রাখে দেহ

ফসল আসে পূর্ণ মাসে ভেবে দেখেছ কি তা কেহ

জল উবিয়া শুন্যে গিয়া মেঘের ভেলায় ভাসে

ঝরিলে বৃষ্টি নাশে অনাসৃষ্টি সবুজ এ ধরা হাসে

কে ফুটায় ফুল?সুগন্ধি বকুল কে দেয় তা’তে ঘ্রাণ?

ক্ষিতি, বায়ূতে সুপ্ত স্নায়ুতে কে দেয় এ দেহে প্রাণ

এমনি হাজারো প্রশ্ন আবারো কিছু বুঝি কিছু বাকি

যতই ভাবি শুধু মায়াবী তবে কি তা শুভংকরের ফাঁকি

আসলে স্রস্টা স্বপ্ন দ্রস্টা ভেবে রেখেছেন আপণ মনে

ভাবনা কিসের?সব আশিষের তিনিই সদাসৃষ্টির সনে।

কবি পরিচিতি : আমি এ,এম,নজরুল ইসলাম শাহজাদা। বাংলা দেশের টাঙ্গাইল জেলার ফুলকি গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে আমার জন্ম। ছোটবেলা থেকেই আমার মনে কবিতার আনাগোনা শুরু হয়। প্রাথমিক বিদ্যালয়ে পড়াকালীন সময়ে আমার প্রথম পদ্য রচনা। সেই থেকে শুরু। অদ্যাবধি লেখার প্রয়াস চালিয়ে যাচ্ছি। বাকিটা আপনাদের শুভকামনা। ভালো থাকবেন সবাই ইনশাআল্লাহ।

Leave a reply

  • Default Comments (0)
  • Facebook Comments

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*