২৫ বছর পরে
-লাবণী ধর
♥♥♥♥♥♥♥
বলেছিলে ঠিক ২৫ বছর পরে
আবার আসবে ফিরে,
আজও সেই সবুজ মাঠের ওপর হলুদ পাতা ঝরে পড়ে,
তোমার দেয়া তাজা গোলাপের পাতা আর বইয়ের পাতার চাপে থেকে একদম রংহীন।
হবে না কেন, ২৫ বছর হয়ে এলো।
তোমার রাতের সেই আহ্বান
ভেসে আসে আজ আকাশে,
হৃদয়ে কিছু গান ছিল,
না থাক ভাষা তবু ভালোবাসা আছে পথের বাতাসে।
মাঝে বেশ কাটে বছর বছর হলুদ তৃণ দেখে,
ভেসে যায় সাগরের জলের আবেগ,
কে জানে কোন্ তীরে খোঁজে সে তার প্রিয় আঁধারকে।
তারপর একদিন হটাৎ…..
শুকনো ঘাসের ডগায় ভাসা কুয়াশা।
ফোয়ারার মত ফিনকি দিয়ে এসে পড়ে সেই পুরোনো আবেগ।
একই ভাবে তারা চক চক করেছিল এই দিনে।
ফুটফুটে জ্যোৎস্না রাতে এখনও সেই পথ চেনা যায়।
হাঁটতে গিয়ে জড়িয়ে পরে দুটি পা সেই সবুজ লতায়।
যেন থামায় আমায় একই ভাবে , একই অপেক্ষার সংকেত।
বিস্ময় জাগে মনে,
এই ভাবে ২৫ বছর গেছে কেটে।
মাটির গল্প জানি এই মাটিতেই শেষ হয়।
আজ অপেক্ষার শেষ, সারা প্রকৃতি একই ভাবে মাথা নাড়িয়ে জানায়,
তুমি আছো, আমি আছি।
♥♥♥♥♥♥♥
কবি পরিচিতি-
আমি লাবণী ধর। কলকাতায় জন্ম। বর্তমানে থাকি হায়দরাবাদে। লেখালেখি আমার জীবনের অক্সিজেন। স্কুল কলেজ জীবনের সময় থাকে লেখা শুরু করি। Hospitality Industry তে চাকরি করি। ধন্যবাদ।