বিরহী মনের আকুলতা
-মোঃ আবুল কাসেম
♣♣♣♣♣♣
কতো নিশি যাপন করে আলাপন কাটিয়েছি দোঁহে,
আজ কেনো হায় নিশি না ফুরায় পড়েছো কোন মোহে?
বেলা অবেলায় থাকি অপেক্ষায় তোমারই জন্যে,
তোমারই মনো প্রাণ করেছো কি দান অন্যে?
তুমি কেনো আজ ভেঙে দিয়ে লাজ বলো না প্রেমের কথা?
আমি কি তাহলে দিয়েছি কোনো ছলে তোমায় ব্যাথা?
এতো বার ফোন করি জ্বালাতন ধরো না যে তুমি,
আমার এ অন্তর ভাবে নিরন্তর কী অপরাধ করেছি আমি?
মেলেনা উত্তর তুমি নিরুত্তর আমি কী বুঝিবো তবে?
তাহলে কি আমার দিন হয়ে এলো ক্ষীণ এ নিষ্ঠুর ভবে?
ভাবনার অন্তরালে আটকে আছি বেড়াজালে তোমার দেখা নাই,
তুমি বলে যাও কী তুমি চাও তোমার মনের কথাগুলো তাই?
আমি যাবো জেনে নেবো তা মেনে যা বলবে তুমি,
তবু্ও তুমি এসো একটু কাছে বসো দাও প্রেম স্পর্শ চুমি।
তোমার আলিঙ্গনে পুলকিত মনে চলে যাবো বহু দূরে,
তোমার জীবন থেকে তোমায় একলা রেখে নিক্ষিপ্ত হবো আস্তাকুঁড়ে।
বলি শেষবার এসো একবার বলে যাও কথা মন খুলে,
যদি যেতে চাও তুমি চলে যাও বাঁধা ও দিবো না ভুলে।
বাকীটা জীবন করবো যাপন তোমার স্মৃতির ভাবনাতে,
তুমি যেথা যাও জীবনে সুখ পাও আমি থাকবো এ কামনাতে।
♣♣♣♣♣♣
কবি পরিচিতি-
কবি মোঃ আবুল কাসেম কিশোরগঞ্জ জেলার বাজিতপুর উপজেলার হিলচিয়া গ্রামে একটি সম্ভ্রান্ত পরিবারে ১৯৬৭ ইং সালের ৩রা জুলাই জন্মগ্রহণ করেন। বর্তমানে তিনি নারায়ণগঞ্জ জেলার আদমজীনগর এলাকায় এম ডব্লিউ উচ্চ বিদ্যালয়ে সিনিয়র শিক্ষক হিসেবে কর্মরত আছেন। তৎকালীন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কলেজ থেকে সম্মান সহ এমএসসি ডিগ্রী অর্জন করেন। তিনি কিশোর বয়স থেকে লেখালেখির সাথে যুক্ত হলেও বর্তমানে অনলাইনে লেখালেখি করে প্রায় পাঁচ শতাধিক অনলাইন সম্মাননা অর্জন করেন। ইতোমধ্যে তাঁর চারটি যৌথ কাব্যগ্রন্থ “শেষ বিকেলের কবিতা, আশার আলোর ভুবন, বিশ্বজুড়ে মহামারী এবং উৎসর্গ মা তোমাকে ” বের হয়েছে। আরও দুটি বের হওয়ার পথে আছে।