নকল সাধু
-অঞ্জনা
⇔⇔⇔⇔⇔
সাধু সেজে রাবণ আসে হরণ করতে সীতা
সুন্দরী রূপে মন ভোলানো মিষ্টি সুরে সুর্পনকা |
পুতনা রাক্ষসী আসে গোকুল, দুধওয়ালি হয়ে
বক রাক্ষস মন ভোলায় বালক কৃষ্ণকে
অহুল্যার কুটিরে আসে ইন্দ্র, তার স্বামীর অবয়বে,
আজও আছে সহানুভূতি, ধর্ষক রূপে |
মহাকাব্যে দেখেছি আমরা ভেক ধরা মানুষ
সমাজ মাঝে আজও আছে ভন্ড ফানুস |
অন্তরে ছুরি ভোকায়, মুখে মিষ্টতা
হত্যা করে সত্যকে, পরোধানে সাধুতা |
রাম রহিম আসারাম , নিত্যানন্দ স্বামী
ধর্মের বুলি আওরায়, হাসেন অন্তর্যামী |
রাত্তিরে পশু চিকিৎসকের সাহায্যে এগিয়ে আসে ধর্ষক
পুড়িয়ে মারে ধর্ষণ করে, ঘটনা লোমহর্ষক |
জহুরি চেনে খাঁটি জহর,অণুবিক্ষণ যন্ত্রে
ঠকানো তাকে বড়ো কঠিন ,যতই ঝলকানি থাক তন্ত্রে |
যা কিছু চকচক তা নয় যে সোনা
সিটি গোল্ডে মন ভোলানো , মৌচক ভরা |
মধু আহরণে আসে ভ্রমর,মধু পাত্র সাথে
সরল সিধে হলে পরে, শিধ ঘরে কাটে
সরল সীতা ভিক্ষা দিতে যায় গন্ডি পেরিয়ে
সেই সুযোগে নকল সাধু সীতাকে টেনে রথে…
⇔⇔⇔⇔⇔
কবি পরিচিতি-
ইংরেজি তে স্নাততকোত্তর হওয়ায় সাহিত্যের প্রতি অনুরাগ শৈশব কাল থেকে |পাশে পেয়েছেন স্কুলের শিক্ষক, বিনীতা দত্ত, উর্মি গাঙ্গুলী, miss দাসগুপ্ত, ফাদার এলেক্সেন্দ্র কে অনুপ্রেরণার আঙ্গিকে |সাথে থেকেছেন প্রযুক্তিবিদ স্বামী সমরেশ ও সন্তান সোমক |শিক্ষকতার সাথে যুক্ত থাকায় গড়ে উঠেছে মূল্যবোধ যা পরিস্ফুটিত কলমে |পাঠক বৃন্দ পূরবী গাঙ্গুলী নবনীতা কুণ্ডু নবকুমার, মুনমুন চ্যাটার্জি আরো অসংখ্য যাদের নাম উল্লেখ করে শেষ করা যাবে না তার লেখার প্রদীপ জ্বালিয়েছেন | সাথে থেকেছে সহ কবি মারুফ, ভাস্কর , অঞ্জনা দেবনাথ.স্মৃতি মল্লিক .. আরো অনেকে যারা প্রতিনিত তাকে ভাঙা কলম জোড়া লাগাতে সাহায্য করে | সকলের আশীর্বাদ তার একমাত্র পাথেয় |