জীবন তো অনেক পেয়েছি
তোমার ভালোবাসায়।
এবার একটা মৃত্যু দাও আমাকে ।
পথে পথে বসন্তরা মরতে মরতে
আনন্দ উৎসব করে যায় ।
আমার খুব ঈর্ষা লাগে ।
কয়েক মিলিয়ন বছর পুরোনো পৃথিবীতে আমি এখনো
নতুন জীবনে বন্দী ।
চাঁদের আলো আমার কাছে রক্তিম লাগে,
কবিতাগুলো মনে হয় মৃত মুখ ,
আমার কোন গানেও প্রেম মুক্তি পায় না ।
আর কোন ফেরার গল্পে
আমাকে জীবন দিও না ।
সাঝঁবেলাতে তোমাকে রেখে
সুখ কুড়োতে যায় এ জীবন,
তখন মনে হয় শুধু তুমি নও,
আমিও স্বার্থপর ।
তোমার নদীতে নয়,
তোমার আলোয় আমায় মৃত্যু দাও একবার ।
তোমার মনের উঠোনে চাঁদের আলো লেপ্টে পড়লে
এবার আমিও যাবো তোমার অশ্রু হতে…
তোমার কোন একটি অশ্রুর মৃত্যু হবো আমি…

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*