শরীর থেকে মন বের করে বাইরে রাখলাম।
পছন্দের প্লে লিস্টের প্রিয় গানটা সচক্ষে
মন না দেখে আজ গাইবে না বললো ।
এক কাপ কফি সেও ঠোটে উষ্ণতা দিচ্ছে না আর,
মন দেখার সে এক অবুঝ আবদার…
অথচ জানালা বেয়ে নামা
অবাধ্য বৃষ্টি কখনো
জানতে চাইলো না সন্ধ্যের আকাশ দেখে
মন কেন পালিয়ে বেড়ায়…
বেহুশ জ্বরে পোড়া মনকে আজ
শরীর থেকে বের করে দিয়েছি ,
সোহাগ ছাঁচে শরীর বড় অতিষ্ট ।
মনের কৈফিয়ত বৃষ্টি নিক,
প্রথম বর্ষার জল শুধু জীর্ণ পাতা কেন পাবে ?
শরীর ছেড়ে আসা মনও তো একবার ভিজতে পারে ।
বৃষ্টি,
তোমার খারাপ লাগবে না ।
আমি কথা দিচ্ছি ।
কারন আমি জানি
আঙ্গুল ছুঁয়ে ঝরা যাওয়া রোদ্দুর
তোমার খুব পছন্দ ।
বৃষ্টি,
অবিকল তোমার মতই আমি ঝরতে পারি ।
তুমি তো কেবল আকাশ এবং জীবনে পারো ,
কবিতায় পারো না।
আমি মনখারাপের কবিতাও চূর্ণবিচূর্ণ করে দিতে পারি ।
এখন বলো,
আমাকে গ্রহন করে নেবে?
নাকি ভীষণ কান্না হয়েই
যাযাবর জীবন যাপন করবে ?

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*