বয়োঃসন্ধির মাহেদ্রক্ষণে তোমায় দেখা…
তখন সবে শৈশব পেরিয়েছি ;
বুড়ো বট সেই শৈশব রেখে দিলো যত্নে
ফাঁক ফোকরে , নেমে আসা বটঝুরিতে…
যেন সারীসৃপ ;
এক একটি ভাঁজে ছেলেবেলার কথা…
নৌকো করে ছেলেবেলা
একাই চলে যাচ্ছিলো স্বার্থপরের মত,
শৈশব কাটিয়ে তোমায় দেখলাম |
বয়:সন্ধির জমানো রাতজোনাকি
নেই এখন আর ।
দেহের চামড়া ভেদ করে অস্থিতে মিশে গেলে…
সারাক্ষন চোখে তুমি… যেন এক নদী…
পাজর ঠুকরে হৃদয় অবধি পৌছে গেলে ঠিকই
তবু একরাশ পিছুটান কেন সামনে চলে এলো…
হঠাৎ দেখি … সেই জলরাশিতে তুমি চলছো একা,
নিজের সনে জানোনা অপেক্ষা… বোঝোনি সুতোয় বোনা সম্পর্ক
অভিমান আর আগুন সমান্তরাল নয়
আগুনেও উষ্ণতা থেকে যায় আর অভিমান …. সম্পর্ক ভাঙে, কঠিন কঠোর একমনে
খানিক শক্ত বরফ…
জলের ফোঁটা দিব্যি সংসার পেতে বসার আগেই
অনুভূতির শরীরে গলে যাওয়া মোম এবার
নিভিয়ে দিতে হবে….
তাই কৈশোরের আবেগ ঘন মুহূর্তে দূরত্ব…
কৃষ্ণপক্ষ একফালি চাঁদে কলঙ্ক…