মনের অন্তরালে থাকা আলো
আমার পিছু নিয়েছে ।
আলো আমার সহ্য হয় না।
যেমন সহ্য হয় না আমার কবিতায়
তোমার অস্তিত্ব,
অথচ তার পংক্তিগুলো একান্তই আমার ব্যক্তিগত…
কোলাহলে নির্জনতার সর্ম্পক খুঁজে খুঁজে
এক এক করে তুমি বিলীন হচ্ছো নিজে নিজে..
পোড়া রোদের আঁচে ছোঁয়াচে শোক
আমি শুকোতে পারিনি,
অথচ বাতাসের সহস্র আবেগ-অনুভূতি
হারিয়েও তুমি নির্বিকার।
দু মুঠো ফাগুন মাখিয়ে সময়ের স্রোতে
কেন দূরে থাকো আমার আমি হতে ?
বরফসিড়ি গলে পড়া আগেই
একটি হাত দাও বিশ্বস্ত…
প্রেম এলেই একটু পরে সূর্য হবে অস্ত,
এবার আর সে ফিরে আসবে না ।
জলভরা গল্পে এ সন্ধ্যা-
তোমার -আমার কারোর হবে না ।
রুপকথায় বারবার মরে যেতেই পারো,
কিন্ত একদিন তোমায় বাঁচানোর
ইচ্ছে হতে পারে রুপকথারও…
প্রেম ও বিবর্তন মিশে গেলে সেদিন দোষ দিও না তুমি ।
👉১৭/০৪/২০২১

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*