জনশূন্যতা থেকে জনমুখর
-দীপু রায়
⇐⇐⇐⇐⇐⇐⇐
জনশূন্যতা থেকে জনমুখর
একদিন,
কেটে যাবে দূর্যোগের সব কালোমেঘ,
মুছে যাবে মৃত্যুভয়,
কর্মচঞ্চলতায় প্রাণবন্ত হয়ে উঠবে
সকল গ্রাম ও নগর।
আজ
সামনে আমাদের বড্ড কঠিন পরীক্ষা,
প্রয়োজন ধৈর্যের,ঐক্যবদ্ধ লড়াইয়ের
আর আত্মবিশ্বাসের।
দেখবে,
বন্ধু জয় হবে মানবতার,জয় হবে জীবনের।
লাগাম টানি অপ্রয়োজনিয় ঘোরাফেরায়,
গৃহবন্ধি হই আজ,জনশূন্য হৌক পথ-ঘাট।
আগামিতে ফিরবে জীবনের স্বাভাবিক স্পন্দন
জনশূন্য পথ-ঘাট হবে আবার জনমুখর।
⇐⇐⇐⇐⇐⇐⇐
কবি পরিচিতি-
*দীপু রায়*, জন্ম ১২ই জানুয়ারি ১৯৯২, পিতা দীনেশ রায়,মাতা স্বর্গিয়া রজবালা রায়, সাম্মানিক স্নাতক(ভূগোল), স্নাতকোত্তর ডিপ্লোমা(গ্রামোন্নয়ন), ঠিকানা: উত্তর রাঙ্গালিবাজনা,থানা: মাদারিহাট,জেলা: আলিপুরদুয়ার, পশ্চিম বঙ্গ,ভারত পেশা: সামাজিক নিরীক্ষা গ্রামীন সম্পদ কর্মি, মাদারিহাট-বীরপাড়া ব্লক, আলিপুরদুয়ার জেলা সামাজিক নিরীক্ষা দপ্তর। নেশা: রকমারি বই সংগ্রহ, সাহিত্যচর্চা, তাৎক্ষণিক বক্তৃতায় অংশগ্রহন। এছাড়াও বিদ্যালয় জীবন থেকেই সাহিত্য চর্চার ঝোক।আজ পর্যন্ত বিভিন্ন পত্র-পত্রিকা,কবিতা সংকলন,ই-ম্যাগাজিন,ওয়েবজিন,ব্লগজিনে ছোটো গল্প,কবিতা প্রকাশিত হয়েছে।নিয়মিত বিভিন্ন পত্রপত্রিকায় লেখালেখি করাহয়।
কবিতার পাতাকে অশেষ ধন্যবাদ।
আজ অতিমারির এই দ্বিতীয় ঢেউয়ে(Second wave of COVID-19) আমাদের অতি অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। মানবজাতির কল্যানে এই লড়াইয়ে প্রত্যেককে অনুরোধ করছি আসুন আমরা সকলে মিলে ঐকান্তিক প্রচেষ্টায় করোনাকে হার মানাই।
💐শুভেচ্ছান্তে💐
দীপু রায়
অভিনন্দন বন্ধু
ধন্যবাদ বন্ধু দেবযানি