এ কোন দৃষ্টিতে বারংবার বিদ্ধস্ত করছো আমার সুপ্ত যৌবনকে
হারিয়ে যাওয়া মনের উন্মাদনা বিলাপ করে তোমার প্রকাশে-
পাহাড়ের গা ঘেঁষে আঁকাবাঁকা রাস্তার মতো আমি আজ বিক্ষিপ্ত
যেন তোমার এলোমেলো কেশের সংখ্যা গুনতে গুনতে হয়রান!
নিন্দার পাহাড়ে যদি গা ঢাকা দিয়ে তোমায় অপলক দেখতাম-
সৃষ্টির অকৃত্রিম সুবাসে তোমার দেহাবয়বে লুকিয়ে থাকতাম l
কোথায় হেরি তোমায় সংগোপনে দেহহীন প্রাণের মায়ায়
শেষ হয়ে যাওয়া রাস্তায় এখনো খুঁজি তোমার অপরূপ কায়া l
কবি পরিচিতি: ভারতের ত্রিপুরায় বিপ্লব দে জন্ম গ্রহণ করে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় 1971 এ l বোম আর শেলের উপদ্রব থেকে কবির মা গীতা দে(প্রয়াত) বহু কষ্টে রক্ষা করেছিল সন্তানকে l ত্রিপুরার খোয়াইতে বেড়ে উঠে কবি l ওখানেই বিদ্যালয় পর্ব শেষ করেন l বর্তমানে আগরতলায় চাকুরীসূত্রে বসবাস করেন l