দুকলম লিখবো ভেবে বসেছি।
কিন্তু কি লিখব – মনে পড়ছে না।
কবিতা লিখবো –
কোন প্রসঙ্গ খুঁজে পাচ্ছিনা।
লিখবো কিছু অগোছালো কথা।
যা কিনা – পুরোপুরি বাস্তবতা।।
কেউ থাকে – লক্ষ টাকার পালংকে –
ম্যাট্রেস পেতে।
তুলতুলে বিছানায় –
সুন্দরী রূপসী বধুকে নিয়ে যে নাকি ঘুমায়।
কারো রাতটি কাটে আবার গাছের তলায়।
কেউবা আবার রাস্তা ঘাটে – থাকে ফুটপাতে।
কেউবা হয়তো দিনের শেষে ঘরের মেঝেতে।।
কারো আছে ডুপ্লেক্স বাড়ি
মার্সিডিজ বেঞ্জ গাড়ি।
কেউ চলে পায়ে হেঁটে – করে দিনমজুরি।
কাজের খোঁজে হোঁচট খায় – এবাড়ি ওবাড়ি।।
ডাইনিং টেবিলে বসে খায় একসাথে।
প্রতি দিনের মেনুতে থাকে –
সুপ চিকেন ফ্রাই আর পোলাও বিরিয়ানি।
থাকে ফ্রুট বাস্কেটে – ফল যে দামী দামী।।
কেউ খায় পান্তা ভাত – কাঁচা লঙ্কা দিয়ে।
থাকে একটি পিঁয়াজ সাথে – বোনাস হয়ে।
তোমরা খাও হঠাৎ যেটি – বছরে একবার।
আমি খাই প্রতিদিন – সেটি বারবার।
করেছো তোমরা সবাই যাকে – বৈশাখী রেওয়াজ।
সানকিতে সাজাও সাথে – ইলিশ ভাজা আজ।।
বলতে পারো কি কেউ –
কেন হয় এমন ?
জানি কেউ নেই।
কেন হয়না মানুষের আশাটি পূরণ ?
বহুদিন বহুকাল বহুবছর আগে।
বলেছিলেন এক আন্টি –
খুব খুশি হয়েছিলাম – শুনে কথাটি।
“সাধনা করো বড় হবে”
বড়টাই বা কি ? আর –
সাধনা বলতে কি বুঝায় আমি জানিনি।
হয়তো বা বড় হতেও আমি পারিনি।
সাধনাও করেছিলাম – কাজে লাগেনি।।
রচনাকাল : ১৯/০৪/২০২০
কবি পরিচিতি:
নাম: মোঃ রেজাউল করিম
পিতা: এ.এম.আহাম্মদ আলী
মাতা: ফিরোজা বেগম
গ্ৰাম:ফরিদ পাঙ্গাশী (ধুলাউড়ি)
থানা: শাহজাদপুর
জেলা: সিরাজগঞ্জ
জন্ম:৭ই সেপ্টেম্বর ১৯৬৩ ইং তারিখে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।
স্কুল: কৈজুরী উচ্চ বিদ্যালয়-১৯৭৯ এসএসসি।
কলেজ: সরকারি এডওয়ার্ড কলেজ, পাবনা- ১৯৮১ এইচএসসি।
বিশ্ববিদ্যালয়:বিএ (পাস),এমএ(জাতীয় বিশ্ববিদ্যালয়)।
বিশেষ শিক্ষা: এসোসিয়েট ইঞ্জিনিয়ার (অটোমোবাইল)।
কর্মজীবন: বাংলাদেশ বিমান বাহিনীর একজন অবসরপ্রাপ্ত ওয়ারেন্ট অফিসার।
বর্তমান কর্মজীবন: আমানত শাহ্ গ্ৰুপ, ঢাকা।
বর্তমান ঠিকানা:২৫৩-পশ্চিম আগারগাঁও,শেরে বাংলা নগর,ঢাকা।

1 thought on “সাধনা করো – বড় হবে_মোঃ রেজাউল করিম

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*