কি প্রচন্ড হারে বাড়ছে তাপমাত্রা ।
জানি এর জন্য দায়ী আমরা মানুষ ই
আমাদের প্রতিটি কর্মের ফল – ভুগতে হচ্ছে আমাদেরই প্রতিটি মুহূর্তে –
এই প্রচন্ড তাপপ্রবাহে কত মানুষই না হারাচ্ছে অকালে তাদের প্রাণ ।
কত পশুপাখিও হচ্ছে এর শিকার ।
কোথাও জলের জন্য মানুষ করছে হাহাকার –
তৃষ্ণার এক ফোঁটা জল – মিলছেনা –
কোথাও ভেসে যাচ্ছে জলে ।
ফসল ফলাদি মানুষ সবাই ভাসছে – সবই হচ্ছে নষ্ট ।
এই যে প্রকৃতি মাঝে মাঝেই তার উপর হওয়া অত্যাচারের নিচ্ছে চরমতম প্রতিশোধ –
কত শত নিরীহ প্রাণের হচ্ছে বলি ।
এরপর ও কি হচ্ছি আমরা সতর্ক ?
আমরা হচ্ছি কি সচেতন ?
যে কাজগুলো করলে প্রকৃতি হবে রুষ্ট করছি কি সেইসব কাজ বন্ধ !
নির্বিচারে চালাচ্ছি আমরা নিধন যজ্ঞ এই প্রকৃতিতে –
করছি কি আমরা বনসৃজন !
এখনও ! এখনও যদি না হই আমরা সতর্ক তবে দুর নেই সেই দিনের –
যে দিন প্রকৃতির আরও ভয়ংকর রোষের মুখে পড়ে সমগ্র মানবজাতিই হবে ধ্বংস ।
সেদিন হয়তো নতুন করে আবার ও প্রকৃতি শুরু করবে তার পথচলা ।
খুলে যাবে তার সামনে হয়তো নতুন রূপে একটি পথ !
উন্মোচিত সেই পথে জানিনা থাকবে কিনা আজকের এই মানুষের নবতম সংস্করণ ??
———————————————————————–
কবি পরিচিতি :
আমি শম্পা ঘোষ । একজন পার্টটাইম শিক্ষিকা । প্রাইভেট টিউশন ও করি । আমার বিষয় জিবনবিজ্ঞান । বাড়ি উত্তর ২৪ পরগনার হাবড়া তে । বই পড়তে ভালবাসি আর অবসরে সামান্য দু চার কলম লেখার চেষ্টা করি মাত্র ।

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*