নববর্ষের আশা

-অপর্ণা চক্রবর্ত্তী

∴∴∴∴∴

চৈতালি অন্তিম নিশি অবসানে

সমাপন ঘটলো আরেকটি বাংলা বৎসরের

নববর্ষের নব সূর্যালোক পতিত হল ভুবনে

যার আলোর দিপ্তি ছড়িয়ে পড়ুক সবার জীবনে

নববর্ষের নব আলোর দ্যুতিতে কাটুক সকল ব্যধি, গ্লানি ,জরাজীর্ণতা

সবার জীবনে নেমে আসুক প্রাপ্তির পরিপূর্ণতা

অনিশ্চয়তার নিমজ্জিত জীবন ঝেড়ে ফেলে

নিশ্চিত জীবনের আশায় বুক বাঁধুক সকলে

সকল তিক্ততা, রিক্ততা, শূন্যতা বেদনা ভুলে

নববর্ষের আলোর ছটায় গা ভিজিয়ে বাঁচুক প্রাণ খুলে।

পুরোনো সকল হিসেব নিকেষের পাঠ যাক চুকে

নতুন বছরের নতুন খাতা আকড়ে ধরে বুকে।

মানবতার কালবৈশাখী উঠুক সবার মন প্রাণে

যে হাওয়ার দাপটে খারাপ সকল উড়ে যাক কোনখানে

বর্ষবরণ হোক সবার প্রিয় রবিঠাকুরের গানে

হৈ হুল্লোড় খাওয়া দাওয়া ্ থাকুক সেখানে

তিক্ত অভিজ্ঞতা সিক্ত জীবন খাতা রাখো তুলে

সকল কোন্দল মন কষাকষি সব কিছু ভুলে

জীবনের শুভ মহরত তৈরি হোক আশা বুকে জড়িয়ে।

সবার মন হতে দূরীভূত হোক উদ্বিগ্নতা, বিষন্নতা

সকলের প্রাণে ধ্বনিত হোক অনাবিল প্রসন্নতা

নব নব স্বপ্নে সাজানো হোক নববর্ষ

ধরিত্রী পুনরায় ফিরে পাক আপন সুর আর ছন্দ

সবার জীবনে নেমে আসুক খুশির বন্যা

অনুজীবের হাত থেকে বাঁচুক ধরিত্রী অনন্যা।

∴∴∴∴∴

কবি পরিচিতি-

অপর্ণা চক্রবর্ত্তী,পশ্চিমবঙ্গ,কলকাতা,বেহালা।

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*