সুখের মিছিল

-মিস্টি অধিকারী সুপ্রিয়া

♥♥♥♥♥♥♥

তুমি যে সুখের মিছিলে হারিয়ে গিয়েছিলে,

তার প্রথম স্লোগানটা আমিই শুনিয়েছিলাম।

কর্কট সুরে বেজেছিলো সেই ধ্বনি,

ভেঙ্গেছিলো আমার পাজর,

শব্দটা হয়েতো শুনা যায়নি,লুপ্ত হয়েছিল তোমার মিছিলে ।

সেই নিষ্ঠুর মিছিলে তোমার উন্নতি,

আর আমার? পিছুটান,শুধুই অবনতি।

আমার ক্ষৃন্য কন্ঠস্বর সেই মিছিলের সাথে তাল মিলাতে আজ ব্যর্থ,

তোমার হৃদয় ভরা স্বপ্ন সেই স্লোগানের বুলিতে ফুটন্ত।

সৌখিনতার ফুলের জীবন তোমার,

মিশে গেছে রকেটগতিসম সুখের মিছিলে।।

অন্তরে যে ভাবের সৃষ্টি হয়েছিল তোমার

তা অন্য আকাশে বৃষ্টি হয়ে ঝরেছে ,

আমি উত্তপ্ত তৃষ্ণার্ত তবুও পাইনি এক বিন্দু ।

নতুন জীবনের সন্ধান,হাসি-আনন্দ আর কত শত সুখের উপাখ্যান, শখের বাগান তোমার।

তোমার চারপাশে সবই ছিল, আছে !

কেবলি অতীত ছিলাম শুধুই আমি,

আমাকে শেখানো তোমার সেই স্লোগান,

আজও বুকে বাজে তীব্র বেদনায় নিরবে।

দেড়যুগ পর…. ভাঙ্গা অন্তরে তোমাকে হারানো ভয়ে

খুজে ফিরা প্রকাশের ব্যর্থ চেষ্টাগুলো।

হৃদয়ে রিমঝিম বেজে উঠে বীনার তারগুলো

ছিড়ে গেছে,

আখিকোণ ভিজে এলো নিমিষেই মেঘগুলো ভিড় জমালো বেদনার নীলাকাশে,

চাঁদও লুকালো , জোৎস্নাও হারালো।

ক্ষৃন্য জোনাকির আলোয় বাঁচার সাধ জাগলেও তোমার স্মৃতি গুলো মাথা চারা দিয়ে উঠে শুনিয়ে যায়,

সেই স্লোগান, সেই মিছিল আর এই একা আমি।।

♥♥♥♥♥♥♥

কবি পরিচিতি- নাম মিস্টি অধিকারী সুপ্রিয়া,স্বামীর নাম চন্দ্রজীৎ অধিকারী দুই মেয়ের জননী, কোলকাতা, বিরাটি,স্থায়ী বাসিন্দা।

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*