-এসেছে রমজান

লিখেছেন : রুমানা ইসলাম রোদ

♥♥♥♥♥♥♥

এসেছে রমজান
জেগেছে ঈমান,
পড়েছে বাধা শত শত শয়তান
পরিবর্তনের ধারায় জেগেছে মুমিন,
আনন্দ ধারায় সেজেছে মুসলমান ।
বহু দিন পর এসেছে রমজান               
… …… বলে কথা,
হাজার মুমিন – মুসলমান মুছিতে উৎসুক
মনে জমে থাকা হাজারো ব্যথা,
……………….হাজারো কষ্টের ঘ্রাণ,
অটুট করিতে ইচ্ছুক ইবাদতে তাই…………….
হ্নদয়ো, মনো, প্রাণ ।
তাইতো আল্লাহর দরবারে…………….
তুলেছে দুই হাত,
পাঁচ ওয়াক্ত নামাজ শেষে তার
প্রতিটি মোনাজাত ।
অশ্রু সিক্ত দু- নয়নের ছলছলিত বাণী
মহান আল্লাহ রব্বুল আ’লামীন,
যেন হ্মমা করে দেন জীবনের সমস্ত…..
পাপকৃত গ্লাণি ।
এই রমজান পরিবর্তনের মাস
তাইতো হাজারো বে- নামাজিক,
ধরেছে নামাজ, মন’কে বলেছে…………….
সমস্ত কু- প্ররোচনা তোরা পালিয়ে যা’স ।
‘হে আল্লাহ,
তুমি তাদের পরিবর্তনকে কবুল করে নিও
এবং মনের মধ্যে যত গুলো………………
সৎ আবদার আছে তুমি পূরণ করে দিও ।

♥♥♥♥♥♥♥

কবি পরিচিতিঃ নাম – রুমানা ইসলাম রোদ । পিতা – মোঃ কামরুজ্জামান । মাতা – রওশন আরা । চাঁপাইনবাবগঞ্জ সদর, চাঁপাইনবাবগঞ্জ । শখ – বই পড়া, কবিতা লেখা, গল্প লেখা ইত্যাদি । অনেক দিন যাবৎ লেখালেখি করে আসতেছি সামনেও লেখালিখি করতে চাই । সেই জন্য সবার দোয়া ও ভালোবাসা কামনা করতেছি ।

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*