তাঁরা জ্বালে বাতি

-সুজন দাশ

♣♣♣♣♣

অনুশোচনার বোধ আছে যার

হিত ও অহিত ভাবে,

অনুভূতি যার তিক্ষ্ন প্রখর

হাঁটে না লোভ ও লাভে।

শত কষ্টে ও ভেঙ্গে নাহি পড়ে

করুণা যাচে না কারো,

আছে নীতিবোধ বিবেকের শান

মানবতা বোধ গাঢ়।

অহেতুক কারো বিরুদ্ধে তাঁর

নেই অভিযোগ জমা,

অনায়াসে যত ভুল ক্রটি গুলো

করে দিতে পারে ক্ষমা।

নীতির জন্য কক্ষনো ওরা

আপস করে না কভু,

হাজার দুঃখ যন্ত্রনা সয়

হার নাহি মানে তবু।

সেইসব লোক যেই হবে হোক

আমি ভালোবাসি তাঁরে,

তাঁরা জ্বালে বাতি ঘুচাই যে রাতি

অশুভ অন্ধকারে।

♣♣♣♣♣

কবি পরিচিতি-

জন্ম-১৯৭০ ইংরেজী সালের একুশে এপ্রিল। তিনি চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার উত্তরভুর্ষি গ্রামে জন্ম গ্রহন করেন। শিক্ষা-চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধীনে স্যার আশুতোষ সরকারী কলেজ হতে ১৯৯১ ইং সনে বি .এস.সি পাশ করেন। লেখালেখি- ছাত্রজীবন থেকে লেখালেখি করেন।চট্টগ্রাম হতে প্রকাশিত জাতীয় দৈনিক দৈনিক আজাদী সহ বিভিন্ন দৈনিকে তিনি নিয়মিত লেখেন।এছাড়া ও বিভিন্ন সাহিত্য পত্রিকা লিটল ম্যাগাজিনে তার বহু লেখা প্রকাশিত হয়েছে।বর্তমানে বাংলাদেশ ও ভারতের অনলাইন ভিত্তিক বিভিন্ন পত্রিকায় ও তার লেখা নিয়মিত প্রকাশিত হচ্ছে। তার প্রকাশিত গ্রন্থ সংখ্যা দুইটি।’অন্তর্দৃষ্টি’এবং ‘ক্ষমতার কেন্দ্র’।সমাজের ঘটে যাওয়া বিভিন্ন অসংগতি তার লেখার মূল উপজীব্য।

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*