একটা পাগলের জন্য
-পরাগ ভট্টাচার্য
⊗⊗⊗⊗⊗
কারা যেন হরি ধ্বনি দিতে দিতে ফিরে এলো
রাস্তার পাগলটাও তাই শুনে বুঝে গেছে
তাকেও একদিন এইভাবে চলে যেতে হবে
তাই তার সব পাগলামি থমকে গেছে !
শুধু কেউ থাকবে না তার জন্য হরি ধ্বনি দিতে
থাকবে না কেউ আর তাকে চিনে নিতে
তার স্থান হবে হয়তো বেওয়ারিশ মর্গে !
তার জন্য সমস্ত আচার অনুষ্ঠান কিছুই হবে না
কে আর তার আত্মার শান্তি কামনা করবে
সে যে পাগল এই তার এক মাত্র পরিচয়
আর মরে গেলে তার থাকে না কোনো নাম
তার এক মাত্র পরিচয় সে যে তখন লাশ !
আর এই শতাব্দীতে শোকের আয়ু বড়জোর এক মাস
আর পাগলের মরে যাওয়া মানে সবার কাছে বেঁচে যাওয়া !
তাই এসো সবাই আমরা প্রার্থনা করি তার জন্য
সে যেন খুঁজে পায় তার ভুলে যাওয়া নাম আর ঠিকানা
আর এই পোড়া সমাজে গরিব মানেই সে হয় পাগল নয় ভিখারি !!
⊗⊗⊗⊗⊗
কবি পরিচিতি-
ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কলকাতার নিকটবর্তী ১৯৫৯ সালে খড়দহ তে জন্ম l এখান থেকেই পড়াশোনা ও চাকরি l চাকরি পাবার পর কলকাতায় চলে যাওয়া l দীর্ঘ চল্লিশ বছর পর আবার খড়দহ তে নীলাচলে ফিরে আসা l অল্প বয়স থেকেই কবিতা লেখার অভ্যাস l একজনের উৎসাহে প্রথম কবিতা পোস্ট করা l কলকাতার চতুষ্কোন পত্রিকাতে ও এখানকার অমর্ত্য পত্রিকাতে নিয়মিত আমার লেখা প্রকাশিত হয় l এখন জীবনের অপরাহ্নে এসে গান আর কবিতাতেই যাপন l