পরিশ্রান্ত
-শিবানী সাহা
⇒⇒⇒⇒⇒⇒⇒
গলা শুকিয়ে কাঠ
বৈশাখের প্রবল দাবদাহে।
ক্লান্ত-পরিশ্রান্ত কৃষক ভাই
কাজ করে সেই সকাল থেকে।
মাথার ঘাম পায়ে ফেলে
সারাদিন অক্লান্ত পরিশ্রম করে,
সোনার ফসল ফলায় মাঠে মাঠে
ঘরে ফেরে দিনের শেষে।
অক্লান্ত পরিশ্রমের মাঝে
জল পান করে প্রবল তেষ্টা পেলে।
খানিক বসে নিয়ে ক্ষেতের মাঝে
আবার কাজ শুরু করে নব উদ্যমে।
এত পরিশ্রম এর পরেও
সঠিক দাম পায় না ফসলের,
দুবেলা পেটপুরে পায় না খেতে
বাস করে ভাঙা একচালা ঘরে।
মনে মনে কত স্বপ্ন দেখে
সুখের মুখ দেখতে পাবে
ক্ষেতের ফসল উঠলে পরে
স্বপ্ন থেকে যায় অধরা হয়ে।
⇒⇒⇒⇒⇒⇒⇒
কবি পরিচিতি-
আমি শিবানী সাহা। হুগলি জেলার কোন্নগরে বাস করি। আমি একজন সাধারণ গৃহবধু। কবিতা পড়তে ও লিখতে ভালোবাসি। দিনের অবসরে সময় কাটাই কবিতাকে ভালোবেসে।