মেয়ে
-তুষার কান্তি হীরা
⊆⊇⊆⊇⊆⊇⊆⊇⊆⊇
মেয়ে হওয়া নয় অপরাধ
আজি জগৎ মাঝে,
সংসারেতে লক্ষ্মী সম
লাগে সকল কাজে।
সকল কর্মে পারদর্শী
মেয়ে হতে পারে,
সঠিক ভাবে পাশে থেকে
শিক্ষা দিলে তারে।
পিতা মাতার বাড়ায় সম্মান
হাসি ফোটায় মুখে,
স্বাবলম্বী হয়ে থাকে
সারা জীবন সুখে।
স্বামীর ঘরে গিয়ে মেয়ে
সংসার করে আলো,
সম্মান পেয়ে সেথায় খুশি
বাসে সবে ভালো।
পিতা মাতার অসময়ে
মেয়ে ছুটে আসে,
ছেলে গেছে ছেড়ে চলে
মেয়ে থাকে পাশে।।
⊆⊇⊆⊇⊆⊇⊆⊇⊆⊇
কবি পরিচিতি-
আমি তুষার কান্তি হীরা। জন্ম এবং বাসস্থান উদয় পল্লী পূর্ব পাড়া মেমারি পৌরসভা। জেলা – পূর্ব বর্ধমান। আমি পেশায় একজন ডাক্তার।মেমারি /বর্ধমান প. ব(ভারত)