একপশলা শিশির ঝাপিয়ে
পড়েছে আমার শরীরে।
প্রতিটি শিশিরের প্রান আছে…
প্রানের উপর প্রান করেছে বিদ্রোহ।
প্রিয় দীর্ঘশ্বাস,
তুমিও একটু সহো…
ঘাসের বুকে ফুটে আছে ফুল
শিশির স্পর্শ করলেই প্রেম,
আর আমি ছু’লেই বলো
আটপৌরে আঁকা সুখও ভুল
অপেক্ষমান ফুলের পাপড়ির আস্তরন
একটু একটু করে পড়ে নিলো তোমার মনের ব্যাকরন…
অথচ চোখের পাতায় জড়ো হওয়া সব মায়া আমার
তোমার নিকটে গেলেই কেঁপে কেঁপে উঠে…
একটা সকাল আমার মনবারান্দার
বিকেলে পড়ে থাকে অহেতুক ।
কলকল ঢেউ মরে যাবার আগেই
তুমি এসে ভরে দাও নদীর বুক…
তুমি আমি আর নদী
বিলীন হয়ে যাবো ভোর অবধি….
২০/০৪/২০২১