🌹POEM COLLABORATION 🌹
💕ধূসর স্বপ্ন 💕
নীরব রাতের ভিতর ঘরময়
থমথমে শূন্যতা,
আকাশ জুড়ে অনাদী হাজারও তাঁরা ।
ধূসর স্বপ্নের ভিতর আয়ুহীন স্তব্ধতা আর বিস্ময়!
কতগুলো স্বপ্ন জাগতে চায় ।
কিন্তু ঘুমকাতরে মন
স্বপ্নরা বিশ্বাস করে না,
ওরা তোমাকে সত্যিই চায় এখন..
ভেসে ওঠা বিবাগি মনের
ভাবনায় তোমার অবয়ব খানি ,
নীরব রাতের মৌনতা ছুঁয়ে মনে হলো স্বপ্নের
নেশায় বুঁদ হয়ে হেঁটে চলেছি
যেখানে দিগন্ত ছুঁয়ে যাওয়া আকাশের হাতছানি ।
আকাশটা ভেঙ্গে দেবো এবার।
অসীমে আর কেন যাবো ?
কড়া রোদের স্বপ্ন পুড়িয়ে
না হয় একটু করে তোমায় পাবো…
হেঁটে চলেছি সবুজ প্রেমের সুবাস নিয়ে
গভীর আবেগে স্বপ্নের ভিতরে তুমি আমি দুজনে।
চলেছি সেখানে যেখানে ঢালু হয়ে নেমে গেছে
ছড়িয়ে ছিটিয়ে ঘাসের বন সেখানে ।
আর একটু এগোলেই বিসর্জন হবে
একাই দাড়িয়ে থাকা গল্পগুলোর।
ডানা মেলে দাও একবার ,
উড়তে উড়তে যা থাকবে সব হোক পথের ধুলোর…
স্বপ্নের ভিতর দেখেছি আমি জ্যোৎস্না রাতে
নিভৃত নিবিড়ে অনন্ত আকাশের পাণে চেয়ে
ভালোবাসার সাগরে দিয়েছি ডুব
এক একঘেয়েমির প্রহর থেকে ।
✍️২২/০৪/২০২১

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*