🌹POEM COLLABORATION 🌹
💕বাঁচার লড়াই 💕
জীবনের হিসাব অঙ্কের যোগ, বিয়োগ, গুণ ,ভাগে হয় না ,
হয় কিছুটা দায়ে, কিছু টা দায়িত্বে, কিছুটা কর্তব্যে আর পুরোটা ভালোবাসায়।
জীবনের অংক মেলাতে গেলে
শুধু শূন্য শূন্য ফল মেলে
জীবনের দায় জীবন নিজেই নিতে জানে
প্রশ্ন রেখে যায় জীবন কেবল
ভালোবাসায় প্রতিদানে…
ভালোবাসা কতক্ষণ ভালো বাসা পায়?
যতোক্ষণ মনের সাথে মন মিলে
জীবনের শিক্ষা কিসে হয়?
কিছু টা অভিজ্ঞতা য়, কিছু টা অনভিজ্ঞতায়।
সম্পর্ক কিসে র উপর বাঁচে?
সম্পর্ক বাঁচে মনের টানে ।
বৈধ কোনটা, অবৈধ বা কোনটা?
মনের সম্পর্ক ই বৈধ মনহীন সম্পর্ক অবৈধ।
জীবিত ই বা কি মৃত ই বা কি?
মারা যাওয়ার পর মানুষের মনে বেঁচে থাকাটাই জীবিত থাকা
জীবিত থেকেও মানুষের মনে মারা যাওয়া টাই মৃত্যু।
কারো মনে বেঁচে থাকা কঠিন কিছু নয়।
কঠিন তো সেটি যখন
প্রতিদিনই একবার মরে যেতে হয়…
কোন একদিন বাঁচার চেষ্টা তো করো অন্তত…
~•~•~•~•~•~•~•~•~•~•~•~•~•~•~
🌠২৫/০৪/২০২১
~•~•~•~•~•~•~•~•~•~•~•~•~•~•~•~•~

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*