💕 অন্তরে 💕
~•~•~•~•~•~•~•~•~•~•~•~•~•~•~•~•~
ঘুন ধরা কাঠে বাসা বেধেছে মন,
বেশ ভালোই আছে ।
ওদিকে ঘরছাড়া পাখিগুলো একটা নীড়
চেয়েছে আমার কাছে….
শুধু তোমাকেই কিছু দিতে পারলাম না,
দু হাত ভরে রংধনু দিতে গিয়ে দেখি
তুমি টলটল করে বৃষ্টির মত ঝরে যাচ্ছো..
বৃষ্টির হাতে কি করে রংধনু দেই বলো ?
ছড়িয়ে থাকা অক্ষরগুলো চাইলে নিতে পারো,
একবার ভিজতে ইচ্ছে হয় দস্যি কবিতারও…
কখনো কিছু চাইলে না তুমি ।
নয়তো তোমার গোলাপ ফুলে
ঘ্রাণ নিতে গিয়ে চোখ বুজলেই দেখতে –
তোমার সর্বত্র আমি ।
চোখের সামনে যাকে দেখো
সে তো তোমার আমার আয়না…
ওখানে মনপাখিটা কিন্ত একদম দেখা যায় না…
তোমার খবর আনতে
সেই যে পাখি কবেই গেছে চলে…
আমার মন আমাকে দিয়ে যেতে
দেখা হলে পাখিটাকে দিও বলে…
অপেক্ষার শেষ হলেই এ কবিতা লেখা শেষ করে
মন লুকিয়ে রাখবো কবিতার অন্তরে…
~•~•~•~•~•~•~•~•~•~•~•~•~•~•~•~•~
✍️২৪/০৪/২০২১

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*