চোখের কোণে অজস্র ক্ষমার
ভীড়ের কিছু জল
বড় অসহায় হয়ে পড়েছে,
ফিনিক্স পাখি হয়ে মনে
জায়গা দেবার আবদার ধরেছে…
গতরাতের গল্পে মন পূর্ণ হয়ে আছে ।
জল আসলে গল্প ভিজে যাবে…
কি করি বলো তো ?
পরশ পাথর ছু’তে গেলেই আমি কেবলই আগুন ধরে ।
ক্লান্ত শরীর একদমই যেতে চায় না আর তার অন্তরে।
প্রিয় মুহুর্ত সবার অলক্ষ্যে
কোথায় যেন হারিয়ে গেলো
তোমার মিঠে রোদের আঁচ দেখে…
তুমি কি এখনো নীলে মিশতে পারো
আকাশ মাটিতে রেখে ?
নাকি জোনাকির ঘুম নিয়ে
এখনো নিশ্চিতে যাচ্ছো হারিয়ে…
জল টলটলিয়ে ধীরে ধীরে জড়িয়ে নিচ্ছে আমাকে,
ফিরে এলে ভাবছি এবার আমিও বলবো-
আর ভালোবাসি না তোমাকে ।
ক্ষতি কি জল যদি ইচ্ছেনদীর খেয়াল রাখে ?
২৯/০৪/২০২১