ইচ্ছে পূরণ

লিখেছেন : রত্না রানী হোড়

প্রিয় ব্যক্তির ইচ্ছে করতে যে পূরণ, রাখবো আমি সে কথা আছে আমার স্মরণ। প্রিয় ব্যক্তিই আমার প্রধান কারণ।

প্রিয় ব্যক্তির ইচ্ছে রাখতে, নিজ ইচ্ছার হয়েছে মরণ। নিজ ইচ্ছে ভুলে, তার ইচ্ছা পূরনে দুঃখকে করেছি বরণ।
প্রিয় ব্যক্তির ইচ্ছা রেখেই ছেড়েছিলাম,নিজ আত্মীয়-স্বজন। প্রিয় ব্যক্তির কাছে আমি শুধুই প্রয়োজন।
প্রিয় ব্যক্তির জন্য,খুশি, ইচ্ছা, দিয়েছি বিসর্জন। তার কাছে নাই আমার মূল্য,বাস্তব জ্ঞান আমি করলাম অর্জন।
তার বাক্যে বিষ, অন্তরে বহু ছল, মিথ্যার রয়েছে কত আবরণ। প্রিয় ব্যক্তির ইচ্ছা পূরণে হলেও, আমার বিরহ হবেনা নিবারণ।।

 

কবি পরিচিত :রত্না রানী হোড়।
১৯৯৯ সালে ২২ নবেম্বর ফরিদপুর জেলার ধূলজোড়া গ্রামে জন্মগ্রহণ করেন।
পিতাঃ সুভাষ চন্দ্র হোড়।
মাতাঃ কল্পনা রানী হোড়।
প্রথম সপ্তর্ষি পএিকায় তার ২১ শে কবিতা ছাঁপা হয়। পরে দর্পন পএিকায় ছাপা হয়।
তার অন্যনাম লতা,ও কৃষ্ণচূঁড়া। শিক্ষাগত যোগ্যতা ঃ
জয়পাশা সৈয়দ ফজলুল হক একাডেমী ১৬ সালে, SSC.নবকাম পল্লী বিশ্ববিদ্যালয় কলেজ ১৮ সালে HSC.তারপর
নাসিং কলেজে ভর্তি হন। ১৪ দিন পর নাসিং পড়া ছেড়ে ,সিদ্ধান্ত নেন, সরকারি রাজেন্দ্র কলেজ ফরিদপুর সমাজবিঙ্গান ডিপার্টমেন্টে এখন অধ্যায়নরত। তিনি ধর্মে বিশ্বাসী এবং শ্রদ্ধাশীল। প্রকৃতি প্রেমিক,
কৃষ্ণচূঁড়া ফুল প্রিয়। তিনি গান করতেও পছন্দ করেন,
ধর্ম,সমাজ,দেশ,যুদ্ধ, ভাষা,অবহেলিত মানুষ, সম্পর্কেও তার বেশ কিছু লেখা আছে, ছোট থেকেই লেখা শুরু। জীবনে ছোট বাধাঁ বিপত্তি কাটিয়ে তিনি প্রতিভার দিকে এগিয়ে যান ।

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*