মায়ের মমতা

লিখেছেন : এস,এম,শহীদুল্লাহ

অনেক দিন হয় দেখিনা আমি,
আমার মায়ের মুখ,
পৃথিবীতে আজ বেচেঁ নেই মা,
গমন করছে পরলোক।
মা ছিলেন আমার যে এক,
শান্তি সুখের ছায়াঁ,
পৃথিবীর মাঝে সব চেয়ে বেশি,
তারই ছিল মায়া।
আমি দুরে যদি কখনও যেতাম,
রাস্তায় থাকতো চাইয়া,
বাবা আমার ফিরবে কখনও,
এটাই মায়ের মায়া।
কখনও মা আমায় রেখে,
খায়নি নিজে ভাত,
খাবার সময় ধুইয়ে দিতেন,
মা যে আমার হাত।
মায়ের সমান দরদী কেউ,
পৃথিবীতে কভু নাই
খালা,পিসি,শাশুড়ি,মাসি,
সবাই স্বার্থের তরে ভাই।
সবার দশমাস দশদিন মায়ে,
গর্ভ ধারণ করে,
সারা জীবন অনেক কষ্ট করে,
সন্তানের মঙ্গলের তরে।
কবি পরিচিত –
কবি -এস,এম,শহীদুল্লাহ
1981 খিস্টাব্দে জামালপুর জেলার,
মেলান্দহ থানাধীন পশ্চিম ছবিলাপুর গ্রামের মধ্যবিত্ত পরিবারের এক মোসলিম পরিবারে জন্ম গ্রহণ করেন।
পিতা ÷আবু বক্কর সিদ্দিক,
মাতা মোছা÷হালিমা বেগম।।
বাবার আর্থিক সমস্যার জন্য খুব বেশি পড়াশুনা করতে পারেন নাই।উওর কাহেত পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় হতে পন্চম শ্রেনী এবং কে জি এস,মহর সোবহান মফিজ উদ্দিন উচ্চ বিদ্যালয় হতে এস,এস,সি এবং জামালপুর সরকারি আশেক মাহমুদ বিদ্যালয়ে হতে এইচ এস সি পাশ করেন।বাবার আর্থিক সমস্যার কারণে আর পড়াশোনা হয় নি।
কবি -জীবনে কষ্ট ছাড়া কিছু জুটেনি।কবি বেকারত্বে অভিশাপে ধুকে ধুকে পুড়েন,তিনি তার জীবনের বাস্তব চিত্র নিয়ে সব সময় লিখে যান।
তার লেখা জীবন শুরু 1993 সাল ।কবির জীবন কাটিয়েছে শুধু লেখা লেখি আর লেখালেখি।

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*