অসমাপ্ত জীবন ডায়েরি

লিখেছেন : আরমান হিমেল

“””জীবন কখনো কঠিন পথ চলতে শেখায়,
কখনো জানতে শেখায়,
সত্য-মিথ্যা বুঝতে শেখায়,
“””তবুও জীবনের ডায়েরিটা অসমাপ্তই থেকে যায়।
“””শিশুকাল পেরিয়ে কিশোরকাল,
কিশোর পেরিয়ে যৌবনকাল,
যৌবন পেরিয়ে বার্ধ্য আসে হায়,
“””তবুও জীবনের ডায়েরিটা অসমাপ্তই থেকে যায়।
“””জীবন কখনো কখনো মরিচীকার মত,
কখনো বহমান নদীর মত,
আবার কখনো থমকে যায়,
“””তবুও জীবনের ডায়েরিটা অসমাপ্তই থেকে যায়।
“””সব বাধা বিপত্তি পেরিয়ে টিকে থাকতে হয়,
বিবেক-মনুষ্যত্ব কাজে লাগাতে হয়,
জীবনের গতিবিধি বুঝতে হয়,
“””তবুও জীবনের ডায়েরিটা অসমাপ্তই থেকে যায়।
“””সভ্য সমাজে কত বিদ্যা অর্জন করতে হয়,
উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে হয়,
কেউ বিদ্যাসাগর হয়ে যায়,
“””তবুও জীবনের ডায়েরিটা অসমাপ্তই থেকে যায়।
“””আল্লাহর ইশারায় কেউ শূন্য থেকে পূর্ণ হয়,
পূর্ণ থেকে আবার শূন্য হয়,
কেউ দুনিয়ার রাজত্ব করে যায়,
“””তবুও জীবনের ডায়েরিটা অসমাপ্তই থেকে যায়।
“””এই ভূবনে বেঁচে থাকার লড়াইয়ে কত কষ্ট,
কত ত্যাগ তিতিক্ষা,
কত যন্ত্রণা সইতে হয়,
“””তবুও জীবনের ডায়েরিটা অসমাপ্তই থেকে যায়।
কবি পরিচিতি:
নাম মোঃআরমান হিমেল
পিতাঃমোঃহাবিবুর রহমান
মাতাঃমোসাঃ সুফিয়া বেগম
গ্রামঃ উত্তর তাফালবাড়ী
থানাঃশরনখোলা
জিলাঃবাগেরহাট
জন্মসালঃ৩০-১২-১৯৯৫
২০১৩ তাফালবাড়ী হাই স্কুল থেকে এস এস সি পরিক্ষায় উত্তীর্ণ হয়।
এবং ২০১৫ সালে শরণখোলা বিশ্ববিদ্যালয় থেকে এইচ এস সি পরীক্ষায় উত্তীর্ণ হয়।

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*