সাম্যের প্রশ্ন
লিখেছেন : মোঃ শওকত আলী মোল্লা
মানুষ নামে জন্ম নিয়ে
ভেদাভেদ কেন কর?
মানুষ নামে পরিচয় নিয়ে
মৃত্যু বরণ কর।
কে মুসলিম কে হিন্দু
কে বৌদ্ধ কে খ্রিষ্টান
কে-ই-বা শিখ বল?
মৃত্যুর স্বাদ সবাই নিবে
যুদ্ধ কেন কর?
কাফন-দাফনে ভেদাভেদ নাই
গরিব ধনী রাজা।
কারোর কবর,কারোর চিতা
এখানে সমান, সবাই প্রজা।
রাজা মহারাজা,বীর বাহাদুর
স্রষ্টার নিয়ামত বায়ূ গ্রহনে সমান।
কোন লাভ হবে না ক্ষমতার বলে
দাগালে তোমার কামান।
হিংসা-বিদ্বেষ ভুলে গিয়ে
হও-রে মানুষ হুঁশ।
কাজে কর্মে দেখিয়ে দাও
তুমি যে মানুষ।
মনুষ্যত্ব ভুলে গিয়ে
অস্ত্র কেন নাও তুলে?
শূণ্য হাতে এলে ভবে
শূণ্য হাতেই যাবে চলে।
ধর্ম শিক্ষা নিয়ে তুমি
কর কেন এত বাড়াবাড়ি?
সকল ধর্মেই তো মানুষ সমান
নিজ স্বার্থে তৈরি কেন আড়াআড়ি?
———————-
কবি পরিচিতি:
নামঃ মোহাম্মদ শওকত আলী মোল্লা
বয়সঃ ৪৩ বৎসর।
ঠিকানাঃরামকৃষ্ণপুর,হোমনা,কুমিল্লা, বাংলাদেশ।
আমি একজন স্বেচ্ছাসেবী বা রক্তদাতা,সমাজ কর্মী, ক্ষুদ্র ব্যবসায়ী, একটি রাজনৈতিক দলের ছোট একজন কর্মী।
কবিতা ভালবাসি তাই কিছু লেখার চেষ্টা করি।