হলাম দেশান্তরী
-মোঃ রেজাউল করিম
♦♦♦♦♦♦♦
সবাই বলে মন্দ আমি
বউ তিনটি ঘরে।
দিন রাত কাটে মোর
বড়ই অনাদরে।।
আরেক বউ আনতে যে
সাধ জাগে মনে।
সেই কারণে ঘুরে বেড়াই
আমি বনে বনে।।
প্রথম বউ এনেছিলাম
আমার নিদান কালে।
খুশি হলো বউ দেখে
পাড়ার সবাই মিলে।।
দেখতে ছিল সুন্দরী ও
ভালো ব্যবহার।
বংশ-পরম্পরায় ছিল
দামী পরিবার।।
প্রথম বউয়ের মৃত্যু হলো
বাচ্চা হতে গিয়ে।
দ্বিতীয় বউ আনি শেষে
বাচ্চার মুখ তাকিয়ে।।
দ্বিতীয় বউ বড্ড খারাপ
মারতো ধরে বাচ্চা।
তাই দেখে একদিন তাকে
ধোলাই দিলাম আচ্ছা।।
ধোলাই খেয়ে সেদিন সে
গেলো যে চলে।
তৃতীয় বউ আনতে মোরে
তাই সবাই বলে।।
বাচ্চার কথা ভেবে শেষে
আনলাম আরেক বউ।
ততদিনে আমার সাথে
নেইতো দেখি কেউ।।
তৃতীয় বউ ব্যবহারে
ছিলো অহংকারী।
কষ্ট পেয়ে ঘর ছেড়ে
হলাম দেশান্তরী।।
দেশ ছেড়ে ভিন দেশে
ঘুরে ঘুরে বেড়াই।
অবশেষে ভেবে পেলাম
কপালে সুখ নাই।।
সুখ যদি না সয় কভু
কারো কপালে।
ঘরের বউ চলে যায়
সকালে বিকালে।।
♦♦♦♦♦♦♦
কবি পরিচিতি-
মোঃ রেজাউল করিম, গ্ৰাম:ফরিদ পাঙ্গাশী (ধুলাউড়ি) থানা: শাহজাদপুর জেলা: সিরাজগঞ্জ। জন্ম:৭ই সেপ্টেম্বর ১৯৬৩ ইং তারিখে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। বিশ্ববিদ্যালয়:বিএ (পাস),এমএ(জাতীয় বিশ্ববিদ্যালয়)। বিশেষ শিক্ষা: এসোসিয়েট ইঞ্জিনিয়ার (অটোমোবাইল)। কর্মজীবন: বাংলাদেশ বিমান বাহিনীর একজন অবসরপ্রাপ্ত ওয়ারেন্ট অফিসার। বর্তমান কর্মজীবন: আমানত শাহ্ গ্ৰুপ, ঢাকা।