ঈদ
-মনির হোসাইন
⇔⇔⇔⇔⇔
এলো এলো এলোরে সবার তরে
ঈদের খুশী আজ ঘরে ঘরে
হৃদয়ে হৃদয়ে আজ জাগলো সাড়া
আনন্দে মাতোয়ারা পাড়া পাড়া
প্রজাপতি উড়ে বনে ফুলকে ঘিরে।
আকাশের নীলিমায় জ্যোস্না হাসে
মিটিমিটি তারা জ্বলে চাঁদের পাশে
জোনাকীর আলোতে কালো হয়ে গেলো দুর
পাখিরা গায় গান আহা, কি মধুর
শীতল বাতাস বহে ধীরে ধীরে।
দক্ষিণা হাওয়ায় নাচে রঙিন ফড়িং
হরিণ লাফিয়ে বেড়ায় বনের গহীন
ঝলমলে রোদ্রের ঝিকিমিকি আলো
এমন খুশীর দিনে লাগে কি ভালো
মিলেমিশে সবে চলে হাতে হাত ধরে।
পাখিরা পাখা মেলে যায় উড়ে আকাশে
ঢেউয়ে ঢেউয়ে খেলে জলরাশি বাতাসে
সব কিছুতে যেন খুশীর জোয়ার
নেই কোন ভেদাভেদ মেলো হৃদয় দুয়ার।
সবে মিলে গাই গান সুরে সুরে।
⇔⇔⇔⇔⇔
কবি পরিচিতি-
মনির হোসাইন, পিতা – শাহ আলম, মাতা- শাহেদা বেগম, গ্রাম -আবির নগর, থানা,জেলা-লক্ষ্মীপুর, বাংলাদেশ।