গ্রাম্য প্রকৃতি

-পিয়ালী দাস

⇔⇔⇔⇔⇔⇔

ভালো লাগে না কিছুই আর

মন শুধু যায় ছুটে গ্রাম্য প্রকৃতির ত্বরে ,

এ মন শুধুই যেনো বারেবারে

গ্রামের অপরূপ সৌন্দর্য দেখার বায়না করে ।

গ্রাম্য সবুজ মেঠো পথের বাঁকে

চায় যে আবার ছুটে বেড়াতে,

মিষ্টি শীতল বাতাস মেখে

চায় প্রাণ জুড়াতে ।

দেখে অপরূপ সবুজের বাহার

মন চায় শান্তির আমেজের ডালি ,

পাখির কলতানের সাথে তাল মেলাতে

উন্মুক্ত হয়ে চলে মন মালি।

গ্রাম্য মেঠো পথে পাখিদের কলতান

আর মন হারানো অপরূপ সব ঘ্রাণ ,

গ্রাম্য পরিবেশের সর্বত্রই যেন নয়নাভিরাম

বারে বারে ফিরে যেতে চায় এ মন প্রাণ ।

⇔⇔⇔⇔⇔⇔

কবি পরিচিতি-

আমি পিয়ালী দাস,পিতা প্রবীর দাস এবং মাতা সাধনা দাসের একমাত্র কন্যা। নিবাস – নেতাজী নগর কোলের ডাঙ্গা রোড ,নবদ্বীপ নদীয়া।নেশা-সাহিত্য চর্চা, পড়াশুনার পাশাপাশি সম্প্রতি অবসরে মনের কথাগুলো গুছিয়ে লেখার চেষ্টা করছি মাত্র।

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*