কবিতা: ছদ্মবেশে ভদ্র সাজে
লিখেছেন :সাইদুল ইসলাম সাইদ
ছদ্মবেশে সাধু তুমি হও,রে নীতিবান
ভালো মানুষ তুমি রাখবে দেশের মান
সমাজ সেবক তুমি লোকালয়ে জানে
ছদ্মবেশে লুটে নিবে ভাবেনি কেউ মনে।
কথায় কথায় বল ভালো মানুষ হও
আজকে আমি বুঝেছি তুমি ভালো নও
গ্রাম শহরে মাতব্বরি তুমি করে যাও
সত্যটা কে মিথ্যা করে পকেট ভরে নাও।
সুদ-ঘুষ ভালো না তুমি বল রোজ
কোথায় পাবে সুদ-ঘুষ নেও তুমি খোঁজ
এই ভুবনে ছদ্মবেশে বাঁচবে কত কাল
দুইদিনের এই ধরণীতে হয়ে তুমি মাল।
তোমার আছে ভরি,ভরি তবুও বল নাই
গরীবের মাল মেরে খাবে বাহানা এটাই।
ছদ্মবেশে ভদ্র সেজে আর কত ঠকাবে?
বিচার হলে প্রভুর কাছে কী জবাব দিবে?
এসো সবাই ঐক্য হয়ে সুন্দর সমাজ গড়ে
মিলেমিশে থাকব সবে ভালোবাসায় ভরে।
মুখোশ খুলে দেব তাঁদের ছদ্মবেশে যারা।
বঙ্গতে জায়গা নেই এদেশ থেকে তাড়া।